অরুণাচল, আকশাই চীন চীনা ম্যাপে! বেইজিংকে কড়া হুঁশিয়ারি দিলেন জয়শঙ্কর

জিন্সের অরুণাচল প্রদেশকে নতুন ম্যাপ প্রকাশ করে নিজের বলে দাবি করেছে। শুধু তাই নয় এমন কি অ
আকশাই চিনো তাদের বলে দাবি করেছে বেজিং। তারা তারপর থেকেই অপেক্ষায় ছিল ভারত কবে এর জবাব দেয়। মঙ্গলবার দিন আর সর্বভারতীয় বৈঠকের কথা বলার সময় বিদেশ মন্ত্রী এস জয় শংকর এই ধরনের ভ্রান্তি ম্যাপ ছড়ানোর অভ্যাস রয়েছে চীনের।

তিনি সাফ জানিয়ে দিলেন ভূখণ্ড ভারত ছিল এখনো থাকবে। ২৮শে আগস্ট চীন তাদের দেশের নতুন ম্যাপ প্রকাশ করেছে। সেখানে তারা অরুণাচল প্রদেশকে নিজের বলে দাবি করছে। শুধু তাই নয় আকশাই চীন কেউ বেজিং তাদের নিজেদের বলে দাবি করছে। তাদের তৈরি করা ম্যাপে অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত বলেছে।

বিদেশ মন্ত্র স্পষ্ট জানিয়ে দিয়েছে এইসব চীনের পুরনো অভ্যাস তাই ভারত যেমন আগেও অখন্ড ছিল এখনো অখন্ডই থাকবে।