আশ্চর্য! বাসি খাবারও হতে পারে পুষ্টিকর? চিনুন ৩ টি অসাধারণ খাবার
আমাদের অনেকের ধারণাই থাকে যে বাসি খাবার অস্বাস্থ্যকর এবং পুষ্টিহীন। কিন্তু জানলে অবাক হবেন, কিছু কিছু খাবার পুরনো হলেই আরও বেশি পুষ্টিকর হয়ে ওঠে!
আজকের এই প্রতিবেদনে আমরা এমনই ৩ টি খাবার সম্পর্কে জানবো যা বাসি হলেই আরও সুস্বাদু ও পুষ্টিকর হয়ে ওঠে:
১) ভাত: ঠান্ডা ভাতে প্রতিরোধক্ষমতা বৃদ্ধির জন্য উপকারী প্রোবায়োটিকের পরিমাণ বৃদ্ধি পায়। গ্লাইসেমিক ইনডেক্স কম থাকায় ঠান্ডা ভাত রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
২) ডাল: রান্না করা ডাল ঠান্ডা হয়ে গেলে তার পুষ্টিগুণ বৃদ্ধি পায়। বিশেষ করে, ডালে থাকা প্রোটিন আরও সহজে হজম হয়।
৩) মাংস: রান্না করা মাংস ঠান্ডা হয়ে গেলে তার স্বাদ আরও বেড়ে যায়। ঠান্ডা মাংসে থাকা চর্বি শরীরে সহজে শোষিত হয়।
তবে মনে রাখবেন, সব ধরণের বাসি খাবারই পুষ্টিকর হয় না।
- মাছ, মাংস, ডিম, দুধের মতো দ্রুত নষ্টপ্রাপ্ত খাবার বাসি হলে খাওয়া উচিত নয়।
- খাবার বেশিদিন রেখে না ফেলে দ্রুত খেয়ে ফেলাই ভালো।
- বাসি খাবার গরম করে ভালো করে সেদ্ধ করে খাওয়া উচিত।
পরিশেষে বলা যায়, কিছু কিছু খাবার পুরনো হলেই আরও পুষ্টিকর ও সুস্বাদু হয়ে ওঠে। তবে সঠিকভাবে সংরক্ষণ এবং রান্নার মাধ্যমে এই খাবারগুলোর সুফল পেতে পারবেন।
Leave a Reply