ছেঁকে ধরেছিল বিতর্ক প্রথম টিজার মুক্তি পাওয়ার পর থেকেই। এমনকি ধর্মীয় ভাবাবেগে আঘাতের জন্য মামলার জল গড়িয়েছে আদালত পর্যন্ত। শুধু তাই নয় আদি পুরুষের প্রথম টিজের পোস্টার আসার পর থেকে নানান বিতর্কের মুখে পড়তে হয়েছে। এবারের সব বিতর্ক পিছনে ফেলে প্রভাস ও কৃতি অভিনীত আদিপুরুষ এখন সিনেমা হলে। আগামী ১৬ই জুন ওম রাউতের এই ছবি মুক্তি পাবে।
ইতিমধ্যেই অগ্রিম টিকিট বুকিং হয়ে গিয়েছে। ছবির বাজেটের ৮৫ শতাংশ টাকা তুলে নিয়েছে এই ছবি। তবে এবারে টিকিট বিক্রি করা নিয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন নির্মাতারা। কি সিদ্ধান্ত নিয়েছেন তারা? সম্প্রতি টুইটারের পাতায় নির্মাতারা জানান টিকিট বুকিং না করার কারণ। তারা জানালে ওই আসনটি নাকি সংরক্ষিত থাকবে শ্রীরাম ভক্ত হনুমানের জন্য। তাদের বিশ্বাস যেখানে রামচন্দ্র থাকে সেখানে রামভক্ত হনুমান নিশ্চয়ই থাকবেন। ঠিক এই কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা।
আদি পুরুষের নির্মাতাদের তরফ থেকে সমাজ মাধ্যমে বিবৃতি দিয়ে তারা জানিয়েছেন,” যেখানেই রামায়ণ পাঠ করা হয়, আমাদের বিশ্বাস, সেখানেই ভগবান হনুমানের আবির্ভাব হয়। আমাদের এই বিশ্বাসকে সম্মান জানিয়ে আদিপুরুষ ছবি প্রদর্শন চলাকালীন প্রেক্ষাগৃহে একটি আসন বিক্রি না করে শ্রীরাম ভক্ত হনুমানের জন্য সংরক্ষিত রাখা হবে। আমাদের তরফ থেকে এভাবেই শ্রদ্ধা জ্ঞাপন করা হবে শ্রীরাম ভক্ত হনুমানকে। আমাদের বিশ্বাস আদিপুরুষ চলাকালীন শ্রী হনুমান আমাদের সঙ্গে থাকবেন।”
Leave a Reply