বাংলার জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী এবং সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জির শাড়ি বিক্রি নিয়ে সম্প্রতি নেট দুনিয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নেটিজেনদের অভিযোগ, তিনি সাধারণ শাড়ি অত্যধিক দামে বিক্রি করছেন।
গতকাল ১২ই সেপ্টেম্বর সুদীপা চ্যাটার্জি তার ফেসবুক পেজে বেশ কয়েকটি ঢাকাই জামদানি শাড়ির ছবি পোস্ট করেন। শাড়িগুলির দাম রাখা হয় ৫৫ হাজার থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা পর্যন্ত। নেটিজেনদের মতে, এই দাম অত্যধিক বেশি। তারা বলছেন, সুদীপা চ্যাটার্জি একজন জনপ্রিয় ব্যক্তিত্ব, তাই তিনি তার শাড়ির দাম বেশি রাখতে পারেন। কিন্তু সাধারণ মানুষের পক্ষে এই দামে শাড়ি কেনা অসম্ভব।
এছাড়াও, অনেক নেটিজেন অভিযোগ করেছেন যে সুদীপা চ্যাটার্জি তার শাড়ি বিক্রির জন্য প্রতারণা করছেন। তারা বলছেন, তিনি দাবি করেন যে শাড়িগুলি বাংলাদেশ থেকে আনা অরিজিনাল ঢাকাই। কিন্তু তারা বিশ্বাস করেন না যে এই দামে অরিজিনাল ঢাকাই শাড়ি পাওয়া সম্ভব।
সুদীপা চ্যাটার্জির শাড়ি বিক্রি নিয়ে বিতর্কের বিষয়ে তার কোনও মন্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply