এটাই ইন্ডিয়ার দম! গ্যাসের দাম কমার কৃতিত্ব বিরোধী জোটকে দিচ্ছেন মমতা

রান্নার গ্যাসের দাম ইন্ডিয়ার দাবিতেই কমলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গ্যাস পিছু ২০০ টাকা কমাতে পাল্টা দাবি করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দাবি করা হচ্ছে ইন্ডিয়া এ পর্যন্ত মোট দুটি বৈঠক করেছে আর তাতেই রান্নার গ্যাস মাথাপিছু ২০০ টাকা কমে গিয়েছে। এটাই হল ইন্ডিয়ার দম।

লোকসভার আগে প্রায় ৩১ কোটি পরিবার ভারতে হাজার টাকার কমে রান্নার গ্যাস পাবেন। হাজার টাকার কমে গ্যাসের দাম ছিল শেষ 22 মাস আগে। উজ্জল যোজনার আয়তন থাকা ব্যক্তিরা ২০০ টাকা করে ভর্তুকি পাবেন অর্থাৎ ৪০০ টাকার কমে তারা গ্যাস পাবেন। লোকসভা নির্বাচনের আগে মোদি সরকারের মাস্টার চোখ হিসেবেই দেখছে।

বিজেপিরা বলছে মহিলাদের জন্য রাখি এবং ওনাম উৎসবের জন্য উপহার হিসেবে গ্যাসের দাম কমানো হয়েছে। খোঁজ নরেন্দ্র মোদী জানিয়েছেন মহিলাদেরকে রাখি উৎসবে তিনি গ্যাসের দাম কমিয়ে উপহার দিয়েছেন যাতে তারা খুশি হন। অপরদিকে আবার ইন্ডিয়ার গোষ্ঠীরা বলছেন তাদের জোটের ভয়ে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বিরোধী সরকার।