কেকেআরের জয়পর্যায়ে আনন্দিত শ্রেয়স, প্লে-অফে উঠে উচ্ছ্বসিত কলকাতা

কলকাতা, ১২ মে ২০২৪: শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জোড়া জয়ে উচ্ছ্বসিত কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) অধিনায়ক শ্রেয়স আইয়ার। আইপিএলের ইতিহাসে প্রথম দল হিসেবে প্লে-অফে উঠে আনন্দে আত্মহারা এই তরুণ ক্রিকেটার। একই আইপিএলে মুম্বইকে দুবার হারানো নিয়েও তিনি অত্যন্ত গর্বিত।

ম্যাচের পর শ্রেয়স বলেছেন, “খেলার শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল আইপিএলের প্লে-অফে প্রথম দল হিসেবে উঠে আসা। সেই লক্ষ্য পূরণে সকলের অবদান রয়েছে। প্রত্যেককে অভিনন্দন জানাতে চাই। আমরা কোনও সুযোগ হাতছাড়া করতে চাইনি। মুম্বই প্রথম ৬ ওভার খুব ভাল ব্যাট করেছে। তা-ও আমরা আশা ছাড়িনি। ওই পরিস্থিতি থেকে ম্যাচে ফিরে আসা সহজ ছিল না। দলের সকলের চেষ্টায় সেটা আমরা করে দেখিয়েছি।”

মাঠে নামার সময় মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের রেকর্ড বা ওয়াংখেড়েতে জয়ের কথা মাথায় রাখেননি শ্রেয়স। তিনি বলেছেন, “পরিসংখ্যান বা রেকর্ড নিয়ে খুব একটা ভাবি না। কলকাতার আবহাওয়া ভাল ছিল না। তা-ও আমরা ম্যাচটা জিততে পেরেছি। এটাই আসল। আমাদের বোলারেরা দুর্দান্ত পারফর্ম করেছে। বিশেষ করে সুনীল নারাইন এবং বরুণ চক্রবর্তী খুব ভাল বল করেছে। মুম্বইয়ের রান তোলার গতি ওরা কমিয়ে দিয়েছিল। ওদের যে কাউকে দিয়েই চার ওভার বল করাতে পারতাম। তবু বরুণকে বেছে নিয়েছিলাম। ওই মুহূর্তে সেটাই ঠিক হবে বলে মনে হয়েছিল।”

আইপিএলের লিগ পর্বে আরও দুটি ম্যাচ রয়েছে কেকেআরের। আমদাবাদে গুজরাত টাইটান্স এবং গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে হবে। প্লে-অফে জায়গা নিশ্চিত হলেও জয় ছাড়া কিছু ভাবছেন না শ্রেয়স। দলের ছন্দ ধরে রাখাই এখন তাঁর মূল লক্ষ্য।