কো-অপারেটিভ ব্যাংকে বিপুল কর্মী নিয়োগ! ক্লার্ক পদে নিয়োগ, জানুন বিস্তারিত 

 

 

করো না তোমারই চলাকালীন টানা দু বছর সারা দেশে সর্বত্র চাকরি প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল। কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন Income Tax department Co-operative Bank Limited এর তরফ থেকে দেশজুড়ে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিচে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো-

 

শূন্য পদগুলির নাম:-

 

Clerk

 

Executive officer

 

শিক্ষাগত যোগ্যতা, বয়সের পরিসীমা ও বেতনের পরিমাণ:-

 

Clerk:- চাকরিপ্রার্থীকে এই পদে আবেদন করতে গেলে অবশ্যই ৫০ শতাংশ নাম্বার থাকতে হবে স্নাতক স্তরে। এছাড়াও আবেদনকারীকে অবশ্যই MS-CIT course exam এ উত্তীর্ণ হতে হবে। এই পদে চাকরি করতে গেলে আবেদনকারীকে ২১ থেকে ৩০ বছরের মধ্যে বয়সের পরিসীমা হতে হবে। ২১ হাজার টাকা বেতন এই পদে।

 

আবেদন করার নিয়মাবলী:-

১) গুগলে গিয়ে সার্চ বক্সে income Tax department Co-operative Bank Limited এর অফিসিয়াল ওয়েবসাইটে www.incometaxbank.co.in লিখে সার্চ করতে হবে।

২) তারপর ওয়েবসাইটে গিয়ে apply link এ ক্লিক করুন।

৩) তারপরে রেজিস্ট্রেশনে ক্লিক করে নিজের নাম ফোন নাম্বার ঠিকানা ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন পুরো করতে হবে।

৪) রেজিস্ট্রেশন পুরো হলে userid password দিয়ে লগইন করতে হবে।

৫) শিক্ষাগত যোগ্যতা সমস্ত ডকুমেন্টস দিয়ে তারপর ৮০০ টাকা ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড দিয়ে ফরম ফিলাপ সম্পূর্ণ করতে হবে।

 

প্রয়োজনীয় নথিপত্র:-

 

আধার কার্ড

 

সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট

 

যদি কাস্ট সার্টিফিকেট থাকে

 

ওয়ার্ক এক্সপেরিয়েন্স

 

আবেদনকারীর নিজস্ব সিগনেচার

 

এক কপি পাসপোর্ট সাইজ ছবি

 

লেফট থাম ইমপ্রেস

 

সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে দিতে হবে

 

নিয়োগ পদ্ধতি:-

 

প্রথমে কম্পিউটার বেস্ট পরীক্ষা হবে যেখানে ২০০ নম্বরের পরীক্ষা হবে সময় থাকবে দুঘন্টা কুড়ি মিনিট। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে।

 

বেদনের সময়সীমা:-

এখানে হবে আবেদন নেওয়ার পোর্টাল খুলে গিয়েছে ১৩/০৩/২০২৩ থেকে তা চলবে আগামী ২৮/০৩/২০২৩ পর্যন্ত