চীন আজও ভয় পায় ভারতের ‘শয়তান’কে! একাই কয়েকশো জনকে রুখে দিয়েছিলেন মেজর শয়তান সিং, কাহিনী শুনলে জাগবে শিহরণ

তারিখ ছিল ১৮ই নভেম্বর ১৯৬২। গতরাতে এক মিনিটের জন্য চোখ বন্ধ করেননি মেজর শয়তান সিং। লাদাখ দখলের জন্য যখন শুনতে পেলেন পাঁচ হাজার চেনার সৈন্যরা এগিয়ে এসেছেন। মেজরের কাঁধে ছিল লাদাকের চুন্ডল উপত্যকা এবং বিমান ঘাঁটি রক্ষার দায়িত্ব।

রাত তখন সাড়ে তিনটে প্রথম আক্রমণ করেছিল চীনা সৈন্যরা। তখন এই মুহূর্তের মধ্যে ভারতীয় সৈন্যরা মিসাইল নিয়ে গর্জে উঠেছিলেন। এক ঐতিহাসিক লড়াই শুরু হয়েছিল রেজাং লা এর ওপরে। গুলি খাওয়া সত্ত্বেও চীনা সৈন্যরা গিরিপথের ওপরে উঠে আসছিল।

মেজর শয়তান সিং যে রেডিওর মাধ্যমে জানিয়েছিল যদি কোন সেনা চায় তাহলে মাতৃভূমি ছেড়ে যেতে পারে কিন্তু তিনি তার যুদ্ধ চালিয়ে যাবেন। হাসিমুখে তিনি মৃত্যুকে বরণ করে নিয়েছিলেন। তখনই ১২০ জন সেনা গর্জে ওঠে শেষ রক্তবিন্দু দেয়া হলেও তারা এই দেশকে রক্ষা করবেন।