৫ই জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসন্ন ক্রিকেট মহাকাণ্ড উপলক্ষে গ্রাহকদের জন্য দারুন অফার নিয়ে এসেছে এয়ারটেল। নতুন প্ল্যানে কম দামে বেশি সুবিধা পাবেন ক্রিকেটপ্রেমীরা।
কী কী আছে অফারে?
* ডিজনি+ হটস্টার: টি-২০ বিশ্বকাপের অফিশিয়াল স্ট্রিমিং পার্টনার ডিজনি+ হটস্টার। এয়ারটেলের নতুন প্ল্যানে মাত্র ৪৯৯ টাকায় ২৮ দিনের ডিজনি+ হটস্টার সাবস্ক্রিপশন পাবেন গ্রাহকরা। ৮৪ দিনের প্ল্যানের জন্য খরচ ৮৬৯ টাকা। এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটাও থাকবে।
* অন্যান্য সুবিধা: ডিজনি+ হটস্টার ছাড়াও আরও ২০ টি ওটিটি প্ল্যাটফর্ম, যার মধ্যে রয়েছে সোনি লিভ ও এয়ারটেল এক্সস্ট্রিম, পাবেন গ্রাহকরা। প্রিপেড ও পোস্টপেড প্যাকেজের সাথে হোম ব্রডব্যান্ড, ইন্টারন্যাশনাল রোমিং ও এয়ারটেল ডিজিটাল টিভির সুবিধাও থাকবে।
* আকর্ষণীয় পোস্টপেড প্ল্যান: আনলিমিটেড ৫জি ডেটা ও ফ্যামিলি অ্যাড অন সুবিধাসহ আকর্ষণীয় পোস্টপেড প্ল্যানও রয়েছে এয়ারটেলে।
প্ল্যানের মূল্য:
* তিন মাস: ৩৯৯ টাকা, ৪৯৯ টাকা, ৫৯৯ টাকা
* এক বছর: ৯৯৯ টাকা, ১১৯৯ টাকা, ১৪৯৯ টাকা
এয়ারটেলের এই নতুন অফার সম্পর্কে আপনার কী মত?
আপনার মতে, এই অফারগুলো কতটা আকর্ষণীয়? আপনি কি এই প্ল্যানগুলোর কোনটি কিনবেন?
টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে এয়ারটেলের এই নতুন উদ্যোগ ক্রিকেটপ্রেমীদের জন্য কতটা সুবিধাজনক, তা মন্তব্যে জানান।
Leave a Reply