দেশের এই দুই বড় ব্যাঙ্কে আর কোনো লেনদেন হবে না! লাইসেন্স বাতিল করল RBI, চিন্তায় কোটি কোটি গ্রাহকরা

নিয়ম লঙ্ঘনের কারণে একাধিকবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) বা আরবিআই (RBI) -এর রোষের মুখে পড়তে হয়েছে একাধিক ব্যাঙ্ককে। কখনও বাতিল হয়েছে লাইসেন্স তো কখনও আবার গুনতে হয়েছে মোটা অংকের টাকা। আবারও ঘটল সেই একই ঘটনা। এবার শাস্তির মুখে পড়ল দেশের দুই বড় ব্যাঙ্ক।

জানা যাচ্ছে, নিয়ম মেনে না চলার কারণেই রিজার্ভ ব্যাঙ্ক এহেন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। পুনের কুডস ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট (Pune Kuds Finance and Investment) এবং মুম্বাইয়ের ক্রেডিট গেট প্রাইভেট লিমিটেডের (Mumbai Credit Get Private Limited) লাইসেন্স বাতিল করেছে আরবিআই। জানা যাচ্ছে, এই দুই NBFC সংস্থা থেকে গ্রাহকরা লোন পেতেন।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানা যাচ্ছে, আগামী দিনে আর ব্যবসা করতে পারবে না এই দুই NBFC সংস্থা। থার্ড পার্টি অ্যাপ এর মাধ্যমে ডিজিটাল লোন আউটসোর্সিং এর লেনদেন করায় এই দুই সংস্থা আরবিআই-এর নির্দেশিকা লংঘন করেছিল। আর সে কারণেই পেতে হলো শাস্তি।

জানা যাচ্ছে, গ্রাহকদের কাছ থেকে মোটা অংকের সুদ নিয়েছে দুই NBFC। এমনকি হয়রানির শিকার হতে হয়েছে গ্রাহকদের। এছাড়াও আরবিআই এর কাছে আরও নানান অভিযোগ জমা পড়েছিল। আর সে কারণেই অবশেষে পদক্ষেপ নিল সংস্থা। বাতিল করে দেওয়া হল দুই NBFC ব্যাংকের লাইসেন্স। পাশাপাশি কড়া বার্তা দেওয়া হচ্ছে বাকি সমস্ত NBFC সংস্থাগুলিকে।

রিজার্ভ ব্যাংকের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আগামীতে যদি কোন ব্যাংক বা ঋণ প্রদান সংস্থা কোনওভাবে নিয়ম লঙ্ঘন করে তাহলে আরবিআই বড়সড়ো সিদ্ধান্ত নিতে পিছুপা হবে না।

About Unlive

Check Also

Haryana Election

Haryana Election: হরিয়ানায় বিধানসভা নির্বাচন, ৩০ হাজার পুলিশ ও ২২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

ইউ এন লাইভ নিউজ: শনিবার অর্থাৎ ৫ অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচন। রাজ্যে মোট ৯০ আসনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *