প্রশ্নপত্র বিক্রি হয়েছে তিরিশ থেকে বত্রিশ লাখ টাকায়। যেখানে যেমন টাকায় রফা হয়েছে, তেমন টাকায় বিক্রি করা হয়েছে। ধরা পড়ার পর এমনই বিস্ফোরক স্বীকারোক্তি মিলল নিট প্রশ্নফাঁসের পাণ্ডা অমিত আনন্দের। নিট-ইউজি পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে তোলপাড়ের মধ্যে প্রশ্নফাঁসের পাণ্ডার এহেন স্বীকারোক্তি ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী পরীক্ষার একদিন আগে ফাঁস হয়েছিল প্রশ্নপত্র। প্রশ্নপত্র ফাঁসের কেলেঙ্কারির নেপথ্যের ঘটনা জানাতে গিয়ে অমিত জানায় পরীক্ষার একদিন আগে পরীক্ষার্থীদের কাছে প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হতো। উত্তর লেখার জন্য একটি দিনই থাকতো তাদের কাছে। তার মধ্যেই তাদের তৈরি হতে হতো।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে নিট পরীক্ষা বাতিল নিয়ে আবেদন জমা পড়ে। শীর্ষ আদালত সমস্ত আবেদনের শুনানির দিন ধার্য করেছে আগামী আট জুলাই। একইসঙ্গে রাজস্থান,কলকাতা, বম্বে হাইকোর্টে জমা পড়া আবেদনে স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালতে নিয়ে আসা নিয়ে এনটিএ-র আবেদনে সায় দিয়েছে শীর্ষ আদালত। অন্যদিকে চাপের মুখে পড়ুয়াদের দাবির মান্যতা দিতে পারে কেন্দ্র বলে সূত্রের খবর।
Leave a Reply