নিট কেলেঙ্কারির টাকা জঙ্গিদের কাছে? সন্দেহ তদন্তকারীদের

নিট ইউজির প্রশ্নফাঁসের বিপুল টাকার বড় অংশ গিয়েছে জঙ্গিদের কাছে? তদন্ত নেমে এমনটাই সন্দেহ তদন্তকারীর। নিট ইউজিসি কেলেঙ্কারি নিয়ে দেশজুড়ে তোলপাড়ের মধ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। ইতমধ্যেই কেলেঙ্কারি নিয়ে কেন্দ্রীয় সরকারের দিকে ক্রমাগত আক্রমণ শানিয়েছে চলেছে বিরোধীরা। তদন্তে নেমে নিট ইউজি প্রশ্নফাঁসের মামলায় মহারাষ্ট্রের চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সন্ত্রাসদমন শাখা। একজনকে গ্রেফতার করেছে এটিএস। গ্রেফতারের পর তদন্তকারীদের সামনে উঠে আসে জঙ্গিযোগ নিয়ে চাঞ্চল্যকর তথ্য।

 

রবিবার রাতে সঞ্জয় তুকারাম এবং জলিল উমর খাঁ পাঠান নামে দুজনকে গ্রেফতার করা হয়। দীর্ঘ জেরার পর সঞ্জয়কে ছেড়ে দেয় এটিএস। বেশি রাতের দিকে জলিলকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করে প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান নিট কেলেঙ্কারির বিপুল টাকার অংশ জঙ্গিদের কাছে গিয়েছে। প্রসঙ্গত, গত দশ জুন নিট কেলেঙ্কারির তদন্তের ভার দেওয়া হোক ইডির হাতে, এমন আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়। সোমবার সেই আবেদনের শুনানি হয়। শীর্ষ আদালতে আগামী আট জুলাই শুনানি হবে বলে জানা গিয়েছে।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *