Narendra Modi and Rahul Gandhi

নিট কেলেঙ্কারি নিয়ে বিজেপিকে তুলোধোনা রাহুলের

পরীক্ষায় কেলেঙ্কারি নিয়ে তোলপাড় সারা দেশ। সরগরম রাজনৈতিক মহলও। নিট কেলেঙ্কারি নিয়ে তোলপাড়ের মধ্যে বাতিল হয়েছে নেট-পরীক্ষাও। নিট-ইউজিসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে এদিন বিজেপিকে আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেন, যতদিন দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে বিজেপির আধিপত্য রয়েছেন,ততদিন প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটবে।

তাঁর কথায় এই ঘটনা দেশের যুবসমাজকে দুমড়েমুচড়ে দিয়েছে। কারণ যুবসমাজই এদেশের ভবিষ্যৎ। এই ঘটনা সমাজবিরোধী কাজ বলে বর্ণনা করেছেন কংগ্রেস সাংসদ। রাহুলের বক্তব্য দেশের সমস্ত বিশ্ববিদ্যালয় ও উপাচার্যদের বিজেপি নিজেদের কব্জায় নিয়েছে, আর সেকারণেই নিটে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। তারা শিক্ষাঙ্গনগুলিকে দখল করে শিক্ষাজগতকে কলুষিত করছে।

যতক্ষণ না এর বদল হচ্ছে,ততদিন প্রশ্ন ফাঁসের মতো এমন দুর্নীতি ঘটবেই। মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে এনে রাহুল বলেন সেধরণের দুর্নীতি সারাদেশে ছড়িয়ে পড়তে শুরু করেছে।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *