কেরালা তামিলনাড়ুর পর এবার বাংলায় নিষিদ্ধ হলো সুদীপ্ত সেনের বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’। গত সোমবার নবান্নের এক সাংবাদিক বৈঠকে এই ছবিকে বিকৃত তথ্যে ভরপুর বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ছবির প্রসঙ্গ টেনে জিরো শিবির কি দায়ী করেন তিনি। তারপরে তারপরেই নিষিদ্ধ ঘোষণা করা হয় ‘দ্য কেরালা স্টোরি’-কে।
এর প্রতিক্রিয়ায় সুদীপ্ত সেন জানান নিষিদ্ধ শব্দটি ভুল কারণ এই ছবি সেন্সর বোর্ড পাশ হয়েছে অর্থাৎ সাংবিধানিক স্বীকৃতি রয়েছে। এই ছবি বন্ধ করাকে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত পছন্দ বলে দাবি করেন। এবং জানান যে এর বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ নেবেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে এই ধরনের ছবি অর্থাৎ কেরালা স্টোরি এবং কাশ্মীর ফাইলস কিছু সম্প্রদায়ের মানুষকে অসম্মান করার জন্য তৈরি করা হয়েছে। বলেন তিনি সিপিএম পার্টির কথা বলছেন না তিনি মানুষের কথা বলছেন। এবং এই সিনেমাগুলি বিজেপির সঙ্গে কাজ করছে। সেই কারণেই এই সিনেমাটি তৈরি হয়েছে বিকৃত তথ্য নিয়ে।
যে কোন ফলগুলিতেই সিনেমাটি চলছে তার খোঁজ নেন মুখ্যমন্ত্রী। এবং মুখ্য সচিবকে একটি তালিকা তৈরি করে এই ছবি নিষিদ্ধ করার কথা বলেন তিনি। মমতা বলেন এখানে কোন ঘৃণা চলবে না। কোন রাজনৈতিক ও জাতিগত ঘৃণাকে তিনি প্রমোট করবেন না। রাজ্যের শান্তি-শৃঙ্খলা বজায় থাকুক এটাই চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Leave a Reply