বাবা হলেন ইলেকট্রিশিয়ান, মা রান্না করেন হোটেলে; ছেলে আজ ভারতের কনিষ্ঠতম IPS অফিসার! চেনেন এনাকে?

বাবা ছিলেন সামান্য একজন ইলেকট্রিশিয়ান মা হোটেলে রুটি করে সংসার চালাতে মেধাবীর ছেলের দিকে কখনো দরিদ্রতার আচ আসতে দেন নি। ছেলে তাদের এই অক্লান্ত পরিশ্রমে মর্যাদা রেখেছে। তিনি এখন দেশের সবচেয়ে কনিষ্ঠতম আইপিএস অফিসার।

আগামী ২৩শে ডিসেম্বর এএসপি হয়ে রাজস্থানের যেমন ঘর থানায় যোগদান করবেন। এই সাফল্যের পিছনে তুমি শুধুমাত্র কৃতিত্ব দিয়েছেন তার মা-বাবাকে। এই কনিষ্ঠতম আইপিএস অফিসারের নাম হল শাফিন হাসান। তিনি ছোটবেলায় জেলাশাসকের কাছে গ্রামবাসীদের হয়ে সমস্যা দূর করতে গিয়েছিলেন। তাই ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে তিনি ইউপিএস এর জন্য প্রস্তুতি নেয়।

তিনি ইউপিএসসিতে মাত্র ৫৭০ র‍্যাঙ্ক করেছেন তার বয়স মাত্র ২২ বছর। সুরাটে একসময় তার মা এবং বাবা হিরে ইউনিটে কাজ করতেন। তার মা-বাবার এক সময় কাজ চলে গিয়েছিল তাই দুবেলা দু মুঠো অন্ন যোগানোর মতন ক্ষমতা তাদের ছিল না তাই তার পড়াশুনার যোগান দেওয়ার জন্য প্রতিবেশী মা-বাবা এসে তার পাশে দাঁড়িয়ে ছিল।