সামনেই পঞ্চায়েত ভোট প্রত্যেক রাজনৈতিক দল শুরু করছেন নিজেদের বিভিন্ন প্রকল্প আর সেই সমস্ত কিছুর দিকে লক্ষ্য রেখেই। বিশেষ বিশেষ কাজের জন্য যাতে ঘুরতে না হয় তার জন্য রাজ্য সরকার তৈরি করেছেন “দুয়ারে সরকার”। হাসির খোরাকি হয়ে উঠল এই ব্যবস্থা। বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ তৃণমূল সরকারের নতুন উদ্যোগ ‘দিদির দূত’ কর্মসূচিকে শেষমেষ ‘দুয়ারে ভুত’ বানিয়ে ফেললেন।
অভিনেতা রুদ্রনীল ঘোষের নাম অভিনয় জগতের রয়েছে যথেষ্ট ভাবে।বর্তমানে সোশ্যাল মিডিয়াতে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে প্যারোডি ভিডিও বানান। তবে বিপক্ষীয় দল তৃণমূল কংগ্রেসের ‘দিদির দূত’ কর্মসূচিকে দেখে কটাক্ষ না করে থাকতে পারলেন না বিজেপি নেতা রুদ্রনীল।
তিনি সম্পূর্ণ প্যারোডি কবিতা জুড়ে প্রকল্পকে তুলোধোনা করলেন।পঞ্চায়েত ভোট আসার আগেই দিদির দূতেরা পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষের কাছে এই দেখে তিনি সোজাসুজি বললেন, ‘ভূতেরা ঘুরছে বাংলা জুড়ে’। কারুর নাম উল্লেখ না করেই ভুতের রাজা বললেন,‘ভূতেদের রানী দিয়েছিল বাণী উন্নয়নের ঢেউ, ঢপের ঢেউয়ে ডুবেছে সবাই বাকি পড়ে নেই কেউ’। বিভিন্ন বিক্ষোভের মুখে পড়ছেন দিদির দূতেরা বাংলা জুড়ে কর্মসূচি পালন করতে গিয়ে বিভিন্ন সময়।
এর আগেও বহুবার রুদ্রনীল বিপক্ষীয় দল তৃণমূল কংগ্রেসকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কটাক্ষ করেছেন। এই যেমন সম্প্রতি সংসদ অভিনেত্রী শতাব্দী রায়ের গরিব দল কর্মীর বাড়িতে খাবার না খাওয়া নিয়ে যে বিতর্ক শুরু হয়েছিল, সেই বিষয়েতেও মুখ খুলেছিলেন রুদ্রনীল।তার আগে অনুব্রত মণ্ডলের গ্রেফতারি এবং ‘অপা’ কান্ডে নোট তছরুপী নিয়ে বাংলা সরকারকে তুলোধোনা করতে ছাড়েননি রুদ্রনীল।বিপক্ষীয় দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্যারোডি তৈরি করা রুদ্রনীল বন্ধ করবেন না।