ভোটের সকালে জায়গায় জায়গায় বুথ পরিদর্শনে রাজ্যপাল আনন্দ বোস!

সাতসকালে রাস্তায় নেমেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভোটের সকালে বুথ পরিদর্শনে বেরিয়েছেন, রাজভবন ছেড়ে বুথে বুথে ঘুরে বেড়াছেন তিনি। পথে বিভিন্ন জায়গায় থেমে শুনছেন রাজনৈতিক দল গুলির অভিযোগ। এর মাঝেই বাসুদেবপুরে তার গাড়ি আটক করলো বিরোধীরা।

পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরই রাজ্যের বিভিন্ন জেলা থেকে উঠে এসেছে হিংশাদীর্ণ ঘটনায় অভিযোগ। নানা জায়গায় গোলাবারি, বোমাবাজির খবর পাওয়া গেছে। অশান্তির ঘটনা নিয়ে একাধিকবার সরব হয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নিজে থেকে ছুটে গিয়েছেন রাজ্যের অশান্তিপ্রবণ এলাকাগুলিতে। পাশে থাকার আশ্বাস যুগিয়েছেন নিহতদের পরিবারদের।

ভোটের দিন সকালে কল্যাণী হাইওয়ে দিয়ে বাসুদেবপুর যাওয়ার পথে সিপিএম ও বিজেপির প্রার্থীরা রাজ্যপালের গাড়ি আটক করে। তাদের অভিযোগ বারাকপুর এক নম্বর ব্লকের কাউগাছি ২ নম্বর পঞ্চায়েতে হচ্ছে না নিয়ম মেনে শান্তিপূর্ণ ভোট! সমস্ত কথা শুনে তাদের রাজভবনের পিস রুমের দুটো নম্বার দিয়ে অভিযোগ দায়ের করতে বলেন তিনি। তাছাড়া তিনি নিজে পুরো বিষয়টি রাজ্য নির্বাচন কমিশনে জানান। প্রায় বিশ মিনিট পর সেখান থেকে অন্য বুথ পরিদর্শনে রওনা হন আনন্দ।