ভোট শুরু হতে না হতেই খুন! তৃণমূল-কংগ্রেস সংঘর্ষে মৃত তৃণমূল কর্মী

পঞ্চায়েত ভোটেও প্রাণহানি! অভিযোগ উঠলো দুই তৃণমূল কর্মী খুনের। ঘটনাটি মুর্শিদাবাদে জেলার। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় গোলাগুলি, বোমাবাজি শুরু হয়েছে, এর জেরেই নিহত হয়েছেন তৃণমূল, কংগ্রেস এবং সিপিএমের কর্মীরা। একদিকে যেমন দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে ছড়িয়েছে উত্তেজনা তেমনই চকমরিচায় এক আইএসএফ কর্মীকে গুলি চালিয়ে খুন করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও তারা এই অভিযোগ অস্বীকার করেছে।

মনোনয়ন-পর্ব থেকে প্রচারের শেষ দিন অবধি বাংলার বিভিন্ন অঞ্চলে নানাবিধ হিংসাত্মক ঘটনার কথা উঠে এসেছে। তবে এবার ভোটের আগের রাতে খুন হলেন মুর্শিদাবাদের এক তৃণমূল কর্মী। কোচবিহারের দিনহাটার ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়, শুক্রবার রাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন এই ব্যক্তি। এছাড়াও গুলিতে জখম হয়েছেন বাম-কংগ্রেসের জোটপ্রার্থীর একজন সমর্থক।

বিগত কয়েক দিন যাবৎ রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের হিংসাদীর্ণ এলাকাগুলি পরিদর্শন করেছেন। উল্লেখ্য, শনিবার নদিয়া ও উত্তর ২৪ পরগনায় ভোট পরিদর্শনে যাবেন রাজ্যপাল। রাজ্যপালের মতে হিংসার ঘটনা মোকাবিলায় রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে নিজের দায়িত্ব পালনে ‘ব্যর্থ’ রাজীব সিংহ। যাইহোক, আপাতত পঞ্চায়েত ভোটকে ঘিরে রাজ্যের আবহাওয়া গরম। এই পরিস্থিতিতে সুষ্ঠুভাবে নির্বাচন চালিয়ে যাওয়াই এখন প্রশাসনের কাছে বড় ‘চ্যালেঞ্জ’।