যাদবপুরে মাওবাদীদের আধিপত্য, লাগানো হোক UAPA! দাবি শুভেন্দুর

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নয়া বক্তব্য যাদবপুরের ছাত্র মৃত্যুকান্ড নিয়ে। তার অভিযোগ যাদবপুরে মাওবাদী সংগঠন রয়েছে। এর আগেও একাধিক হামলার ঘটনা ঘটেছে তাই অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হোক। এর পাশাপাশি তিনি আবার মনে করছেন ছাত্র মৃত্যু কান্ড কে ইউ এ পি এ ধারা প্রয়োগ করে এন আই এর হাতে তদন্তভার তুলে দেওয়া হোক অবিলম্বে।

বিশ্ববিদ্যালয় ছাত্রমৃত্তিকা কান্ডকে প্রভাবিত করা হচ্ছে এমনই বলে যাদবপুরের এক প্রাক্তনী হাইকোর্টে মামলা দায়ের করেছেন। তিনি যাতে বলেছেন সিবিআই এন বি আই এনআইএ যুক্ত করা হোক। এই তদন্ত নিয়ে আরও বেশ কিছু দাবি রয়েছে বিরোধী দলনেতার তা তিনি সোমবার হাইকোর্টে জানান।

শুভেন্দুর কথা মতন যাদবপুরের মাওবাদী রয়েছে আর সেখানে আজাদী স্লোগান শোনা যায়। উল্লেখ্য ছাত্র মৃত্যুর কয়েক দিন পরে বাম এবং অতি বামেদের মিছিলে শোনা গিয়েছিল আজাদী স্লোগানটি। বিরোধী দলনে তাদের গাড়ি ঘেরাও করা হয়েছে। বেশ কয়েক বছর আগে বাবুল সুপ্রিয় কে যাদবপুর ক্যাম্পাসে ঢোকার মুখে বাধা পেতে হয়েছিল ছাত্রদের তরফ থেকে। শারীরিকভাবে হেনস্তার অভিযোগে উঠেছিল সেখানকার ছাত্রদের বিরুদ্ধে।