রাজ্যের বিশৃঙ্খলা নিয়ে উত্তপ্ত শুভেন্দু, আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে ৩৫৫ ধারা জারি হোক রাজ্যে

চোপড়া থেকে কোচবিহার, আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে ৩৫৫ ধারা চান শুভেন্দু। ‘রাজ্যে এখন ৩৫৫ ধারা জারির সঠিক সময়, কেন্দ্রকে সুপারিশ করুন রাজ্যপাল। ৩৫৫ ধারা জারি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পুলিশ কেড়ে নেওয়া হোক। মণিপুরের মতো উপদ্রুত ঘোষণা করে ৪০-৫০টি থানা এলাকা নিয়ে নেওয়া উচিত। কাশ্মীরে সফল অফিসারের হাতে রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্ব দেওয়া উচিত’, সালিশি থেকে গণপিটুনি নিয়ে তোলপাড়ের মধ্যেই ৩৫৫ ধারার দাবি শুভেন্দু অধিকারীর। মাঝে পেরিয়েছে এক দশক। কোরপান শাকে পিটিয়ে খুনের অভিযোগের ঘটনায় আজও বিচার পায়নি পরিবার। গ্রেফতার হলেও জামিনে মুক্তি পেয়েছেন দশ অভিযুক্তই। এখনও বিচারের আশায় দিন গুনছেন নিহত কোরপান শার স্ত্রী ও সন্তানরা।মোবাইল ফোন চোর সন্দেহে বউবাজারে টেলিভিশন মেকানিককে পিটিয়ে খুন। আর কি বললেন শুভেন্দু অধিকারী? শুনবো,