শিক্ষা থেকে স্বাস্থ্য গত দু’বছর যাবত আর্থিক খরা কাটিয়ে চলতি বছরের শুরু থেকে ফের বেকার যুবক -যুবতীদের কর্মসংস্থানে জোর দিয়েছে রাজ্য সরকার।দেখে নেওয়া যাক শূন্য পদের সংখ্যা সহ আবেদন প্রক্রিয়া সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি তথ্য। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর Memo No- 35/PO(DVA)SW(P)
আবেদন পদ্ধতি:-
১. গোটা রাজ্যের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২. প্রথমে আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার ওয়েব সাইটে ঢুকে নিজের ইমেল আই ডি এবং ফোন নম্বর দিয়ে লগ ইন করে আবেদন পত্র ডাউন লোড করে নিতে হবে ।
৩. এরপর ওই আবেদন পত্রে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে । যেমন,
a. নিজের নাম——–
b. বাবার নাম———
c. বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা——-
d. জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স———
e. লিঙ্গ————-
d. সাধারণ/ তপশীলি জাতি/তপশীলি উপজাতি/ ওবিসি—–
e. শিক্ষাগত যোগ্যতা————-
f. প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা———-
ইত্যাদি উল্লেখ করতে হবে। পাশাপাশি প্রার্থীর কম্পিউটারের কাজে অভিজ্ঞতা আছে কি না তাও আবেদন ফর্মে উল্লেখ করতে হবে। এ ছাড়াও আবেদন ফর্মে প্রার্থীর যোগাযোগ নম্বর এবং মেল আইডি উল্লেখ করতে হবে। পাশাপাশি আবেদনকারী প্রার্থীকে তার সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি যেমন আপলোড করতে হবে
বয়সের পরিসীমা:-
আবেদনকারীর প্রার্থীর বয়স হতে হবে ৩৬ বছরের মধ্যে । এ ক্ষেত্রে আবেদকারি প্রার্থীকে বয়সের পরিমাপ ০১- ০১- ২০২৩ এর হিসাবে করে নিতে হবে। পাশাপাশি সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে । যেমন তপশিলি জাতী- উপজাতি দের জন্য ৫ বছর এবং ওবিসি প্রার্থীদের ৩ বছর ছাড় দেওয়া হয়েছে ।
প্রয়োজনীয় নথিপত্র:-
১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য
২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র
৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র
৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র ইত্যাদি
৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান
৬. পাসপোর্ট সাইজের রঙিন ছবি ,ইত্যাদি
শূন্যপদের বিবরণ – :
পদের নাম – নিরাপত্তা আধিকারিক ” (Protection Officer )
শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি
শিক্ষাগত যোগ্যতা-
এক্ষেত্রে আবেদন কারীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে সোশ্যাল ওয়ার্ক/ ইতিহাস / ভূগোল / ইংরাজি / রাস্ট্র বিজ্ঞান / অর্থনীতি / সোশিওলজি / আন্তর্জাতিক রিলেশন / এল এল বি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অন্তত ৩ বছর কাজের অভিজ্ঞতা সহ কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে।
কাজের ধরণ-
উল্লেখিত পদে নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট জেলার জেলা শাসকের অধীনে নারী ও শিশু দের সামাজিক সুরক্ষা এবং সামগ্রিক ভাবে সমাজের কল্যান সাধনে কাজ করতে হবে । তবে সম্পূর্ণ এই নিয়োগটি চুক্তি( contractual job) ভিত্তিক
মাসিক বেতন –
এক্ষেত্রে নিজক্ত কর্মীকে সংশ্লিষ্ট দফতর মারফৎ প্রতিমাসে ১২,০০০ টাকা বেতন এবং যাতায়াত বাবদ মাসে ২,০০০ টাকা অ্যালাউন্স দেওয়া হবে ।
নিয়োগ পদ্ধতি বা প্রার্থী নির্বাচন –
এক্ষেত্রে আবেদন কারীকে প্রথমে ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য । লিখিত পরীক্ষায় সফল এবং যোগ্য প্রার্থীকে ডেকে নেওয়া হবে ইন্টার্ভিউয়ের জন্য। তারপর প্রার্থীর জমা করা নথিপত্র ভালো ভাবে খুঁটিয়ে প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা এবং কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীর হাতে সংশ্লিষ্ট দফতর মারফৎ নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট পদে আবেদন জানানোর শেষ সময় সীমা – ১৩ই মার্চ অর্থাৎ 13/03/2023
নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে ক্লিক করুন http://purulia.nic.in অথবা http://purulia.gov.in -এ