সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া?

বর্ষা এলেও দক্ষিণবঙ্গে সেই ভাবে এখনও বৃষ্টির দেখা মেলেনি। জুন মাসেও রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি। জুনের শেষে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করে গেলেও পশ্চিমের জেলা গুলিতে আগামী ৫ দিনের মধ্যে বর্ষা প্রবেশ করবে। আলিপুর হাওয়া অফিসের সূত্র অনুযায়ী বর্তমানে মৌসুমী বায়ু উত্তরবঙ্গের সব এলাকায় ও দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় প্রবেশ করেছে। আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে। আগামী ২৫ ও ২৭ তারিখ উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি,আলিপুরদুয়ার ও কোচবিহার এই তিনটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃহস্পতি ও শুক্রবার একই ভাবে দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টির পরিমান বেশি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়ায় দপ্তর। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এই দুই পার্বত্য জেলাতে। এর ফলে ফের নদীর জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও নীচু এলাকাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে। একই সঙ্গে রয়েছে পর্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা।