ডলার কি আরও শক্তিশালী হল? টাকার রেকর্ড পতনে কটাক্ষ বিরোধীদের

নিউজ ডেস্ক: আন্তর্জাতিক বাজারে ভারতীয় অর্থনীতির জয়জয়কারের মধ্যেই ফের দুর্বল টাকার মূল্য। মোদি সরকারের ‘আচ্ছে দিন’-এ ভারতীয় টাকার পতন অব্যাহত রয়েছে। কিন্তু ভারতের অর্থমন্ত্রী চিন্তামুক্তভাবেই জানিয়েছেন, টাকার মূল্যের পতন‌‌‌ হয়নি, ডলার শক্তিশালী হয়েছে‌। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। এরই মধ্যে বৃহস্পতিবার এক মার্কিন ডলারের দাম হয়েছে ৮৩.১২ টাকা। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞদের আশঙ্কা, আন্তর্জাতিক বাজারে বড়সড় পরিবর্তন না হলে, আগামী দিনে টাকার মূল্য আরও নিচে নামতে পারে।

চলতি বছরে, দেশের অর্থনীতির মুকুটে নতুন পালক সংযোজন হয়েছে। বিশ্বের পঞ্চম বৃহত্তম স্থান অর্জন করেছে ভারতীয় অর্থনীতি। আগামী কয়েক বছরে তা আরও উন্নতির পথে এগোবে বলে রিপোর্ট প্রকাশ করেছে এসবিআই। কিন্তু কোথায় কী? বাস্তব চিত্র পুরোপুরি ভিন্ন। সাধারণ মানুষের পকেটের অবস্থা দিনদিন হচ্ছে শোচনীয়। এরই মধ্যে টাকার রেকর্ড পতন, আরও চিন্তা বাড়িয়েছে। এই পরিস্থিতিতে সরকারকে কটাক্ষ করে বিরোধীদের আক্রমন, ডলার কি আরও শক্তিশালী হল?

করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ, চিন-তাইওয়ান উত্তেজনা, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি করেছে। ফলে ডলারের প্রতি ঝোঁক বেড়েছে বিনিয়োগকারীদের। এই পরিস্থিতিতে ক্রমাগত পতনের সম্মুখীন হচ্ছে টাকা। রেকর্ড পতন সত্ত্বেও ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এখনও পর্যন্ত হাত গুটিয়ে বসে আছে।

অর্থনীতিবিদ নির্মাল্য মুখোপাধ্যায় UNLive-কে জানিয়েছেন, যেভাবে টাকার মূল্য কমছে, তা খুবই সংকটজনক। এই পতন বেশ চিন্তার বিষয়। শেষ পর্যন্ত এই পতন কোথায় গিয়ে দাঁড়াবে তা বোঝা মুশকিল। তবে ১০০ টাকার সীমা হয়তো এখনই ছোঁবে না, কারণ সবসময় এগুলোর ওপর নজর রাখছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মনিটরিং পলিসি কমিটি।

তিনি আরও জানিয়েছেন, এরই মধ্যে অনেকের আশা, আগামী বছরের মধ্যে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ হয়ে যাবে। যদিও টাকার এই ওঠানামা নিয়ন্ত্রণ করা কঠিন, সেটা বাজারের উপরে নির্ভর করে। বাজার কোন দিকে যাচ্ছে তার ওপর কারোর কোনো নিয়ন্ত্রন থাকে না। ইউক্রেনের সমস্যা যদি সমাধান হয়ে যায়, তাহলে তেলের দামও কমে যাবে, তাহলে পরিস্থিতিরও পরিবর্তন হতে পারে।

তিনি জানিয়েছেন, যেহেতু তেল বর্তমানে বেশি দামে কিনতে হচ্ছে, তাই উন্নতির হারও কমছে। মু্ল্যবৃদ্ধি, টাকার দাম, উন্নতির হার, বৈদেশিক মূল্য – এই চারটি জিনিস অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। এই চারটি জিনিস কোথায় গিয়ে দাঁড়াবে, এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে যে হারে টাকার পতন হচ্ছে তাতে ক্রমশ আমরা খারাপ অবস্থার দিকে এগোবো, যদি না বিশ্ববাজারে কোন বড়সড় পরিবর্তন আসে।

আরও পড়ুন : আবেদন খারিজ, ইডি হেফাজতেই মানিক, নির্দেশ সুপ্রিম কোর্টের