ইউ এন লাইভ নিউজ ডেস্ক: প্যারিস অলিম্পিকের বাকি আর মাত্র ১০ মাস। ২০২৪ সালের অগস্ট মাসেই ফ্রান্সের রাজধানীতে বসবে এই ক্রীড়া প্রতিযোগিতার আসর। কিন্তু তার আগেই ভয়ানক বিপত্তি। ফ্রান্সের রাজধানী শহরে হামলা চালিয়েছে লক্ষ লক্ষ ছারপোকা। ফ্যাশন নগরীর বাড়ি-ঘর, হোটেল, ভাড়ার অ্যাপার্টমেন্টের বিছানায় রীতিমতো ছেয়ে গেছে খুদে এই পোকা। শুধু ঘর নয়, সিনেমা-থিয়েটারে গিয়েও স্বস্তি পাচ্ছেন না সিনেপ্রেমীরা, সেখানেও পুঁচকে-পোকার কামড়ে রীতিমতো লাল হয়ে যাচ্ছে হাত পা, চুলকোতে ব্যস্ত থাকলে আর সিনেমা দেখবেন কী!
সোশ্যাল মিডিয়ায় ছারপোকার উপদ্রব নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন প্যারিসের বাসিন্দারা। তাঁদের পোস্ট থেকে জানা যাচ্ছে, হাইস্পিড ট্রেন এবং প্যারিস মেট্রোতেও ছারপোকার কামড় থেকে রেহাই পাচ্ছেন না যাত্রীরা। তাঁদের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেনের হাতলে চলে বেড়াচ্ছে রক্তচোষা এই পোকা। সেখানে নতুন কেউ বসতে এলেই আগে থেকে বসে থাকা যাত্রীরা সতর্ক করে দিচ্ছেন। সেদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ফ্রান্সের পরিবহণমন্ত্রী ক্লেমেন্ট বিউন পাবলিক ট্রান্সপোর্ট অপারেটরদের নিয়ে একটি মিটিং করে জনগণকে ছারপোকার অত্যাচার থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন।
৫-এর দশকের পর ফ্রান্সে সেভাবে ছারপোকার উৎপাত দেখা যায়নি। তবে জনঘনত্ব বাড়ার কারণে ফের এই উপদ্রব শুরু হয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের। এ ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁকে অনুরোধ জানিয়েছে প্যারিস সিটি হল। পোকার উপদ্রব সামাল দিতে টাস্ক ফোর্স গঠন করারও দাবি তুলছে তারা। যদিও প্যারিসের ডেপুটি মেয়র ইমানুয়েল গ্রেগোয়ারের দাবি, পোকার উপদ্রব নেহাতই তুচ্ছ ঘটনা, এর জন্য প্যারিস অলিম্পিকে কোনও প্রভাব পড়বে না। এর জন্য প্রশাসনকে সাহায্য করার জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসার আর্জি জানিয়েছেন তিনি। তাঁর দাবি, ছারপোকা আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে, তাই এ নিয়ে বেশি আশঙ্কিত হওয়ার কারণ নেই।