নিউজ ডেস্ক: ছটপুজোর সন্ধ্যায় গুজরাটের সেতু বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বিপর্যয় মোকাবিলা দল যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করলেও, এখনও পর্যন্ত নিখোঁজ অনেকেই। মৃত্যু হয়েছে প্রায় ১৪১ জনের। তাঁদের মধ্যেই ছিলেন বিজেপি সাংসদ মোহনভাই কল্যাণজি কুন্দারিয়ার পরিবারের পাঁচ জন শিশুসহ ১২ জন সদস্য। মর্মান্তিক ঘটনার পরেই দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন বিজেপি সাংসদ। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৯ জনকে। ঘটনাস্থলের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ১লা নভেম্বর গুজরাটের মোরবি সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গুজরাটের মোরবি শহরের মাচ্ছু নদীর কেবল স্টেইড ব্রিজ ভেঙে পড়ার ঘটনার নেপথ্যে দায়ী কারা? তা এখনও স্পষ্ট নয়, তবে কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করছেন বিরোধীরা। এই প্রসঙ্গে বিজেপি সাংসদ মোহনভাই কল্যানজি কুন্দরিয়া জানিয়েছেন, কী ভাবে এই ঘটনাটি ঘটেছে তা খুঁজে বের করার জন্য তদন্ত করা হবে। মৃতদের মধ্যে বেশিরভাগই মহিলা এবং শিশু। যাঁরা এই ঘটনার জন্য দায়ী, তাঁদের শাস্তি দেওয়া হবে। আমি নিজেও এই দুর্ঘটনায় আমার পরিবারের পাঁচ শিশুসহ ১২ জন সদস্যকে হারিয়েছি। এই ১২ জন আমার বোনের পরিবারের সদস্য ছিলেন।
মাচ্ছু নদীর উপরের সেতু বিপর্যয়ের সময় উপস্থিত ছিলেন প্রায় ৫০০ জন। সোমবার সকাল পর্যন্ত ১৪১ জনের মৃতদেহ ছাড়াও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৭৭ জনকে। এখনও পর্যন্ত জারি রয়েছে উদ্ধারকাজ। বিজেপি সাংসদ জানিয়েছেন, এনডিআরএফ, এসডিআরএফ এবং স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। দুর্ঘটনায় যারা বেঁচে গিয়েছেন তাঁদের মধ্যে অনেককেই উদ্ধার করা হয়েছে। মাচ্চু নদীতে পড়ে যাঁদের মৃত্যু হয়েছে সেই সব মৃতদেহ উদ্ধারের চেষ্টা চলছে এবং উদ্ধারকারী নৌকাও ঘটনাস্থলে রয়েছে।
Leave a Reply