নিউজ ডেস্ক : অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানাবাসীদের জন্য বড় উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। শনিবার প্রধানমন্ত্রীর হাত ধরে হাজার হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা হয়েছে অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানায়। অন্ধ্র বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং কলেজের মাঠ থেকে ডিজিটাল মাধ্যমে ১৫,২৩৩ কোটি টাকার ৯ টি প্রকল্প চালু করেছেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অন্ধ্রপ্রদেশ সফরের দ্বিতীয় দিনে, ONGC-এর ২,৯১৭ কোটি টাকার ‘U-field অনশোর ডিপ ওয়াটার ব্লক’ প্রকল্প চালু করেছেন। এটি হল গভীরতম গ্যাস অনুসন্ধান প্রকল্প যার উৎপাদন ক্ষমতা প্রতিদিন প্রায় ৩০ লক্ষ মেট্রিক স্ট্যান্ডার্ড কিউবিক মিটার। এছাড়াও GAIL-এর শ্রীকাকুলাম অঙ্গুল প্রাকৃতিক গ্যাস পাইপলাইন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি।
গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের ২,৬৫০ কোটি টাকার প্রাকৃতিক গ্যাস পাইপলাইন প্রকল্পের উৎপাদন ক্ষমতা হবে প্রতিদিন ৬৬.৫ লক্ষ মেট্রিক স্ট্যান্ডার্ড কিউবিক মিটার। এই পাইপলাইনটি অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার বাড়িতে বাড়িতে, শিল্পকার্যে, বাণিজ্যিক এবং অটোমোবাইল সেক্টরে প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ পরিকাঠামো তৈরি করবে।
শ্রীকাকুলাম-গজপতি করিডোর প্রকল্পের অধীনে ২১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত NH-326A-এর ৩৯ কিলোমিটারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্পটি অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার পিছিয়ে পড়া অঞ্চলগুলিতে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করবে।
NH-130CD-এর ৬-লেনের, ১০০ কিলোমিটার রায়পুর-বিশাখাপত্তনম অর্থনৈতিক করিডোরের অন্ধ্রপ্রদেশ অংশের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এটি ৩,৭৭৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে। অর্থনৈতিক করিডোরটি ছত্তিশগড় এবং ওড়িশার বিভিন্ন শিল্প এলাকায় বিশাখাপত্তনম বন্দর এবং চেন্নাই-কলকাতা জাতীয় মহাসড়কের মধ্যে দ্রুত অ্যাক্সেস সরবরাহ করবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কনভেন্ট জংশন থেকে বিশাখাপত্তনমের শীলা নগর জংশন পর্যন্ত একটি বন্দর সড়কের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছেন। ৫৬৬ কোটি টাকার প্রকল্পটি বিশাখাপত্তনম বন্দরের জন্য মালবাহী করিডোর হিসাবে কাজ করবে এবং শহরের যানজট হ্রাস করবে। এই রাস্তাটি ২০২৫ সালের মার্চের মধ্যে তৈরি হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
এছাড়াও শনিবার ১৫২ কোটি টাকার বিশাখাপত্তনমের মৎস্য ব্যবসার আধুনিকীকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, ৩৮৫ কোটি টাকা ব্যয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক দ্বারা নির্মিত গুন্টকালের পেট্রোলিয়াম ডিপো উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন : দুপুর ১ টা পর্যন্ত হিমাচল প্রদেশের ভোটের হার ৩৭.১৯ শতাংশ
Leave a Reply