Detained Sailors: ‘আমাদের বাঁচান’! প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি ৮০ দিন ধরে বন্দি নাবিকদের

নিউজ ডেস্ক: সমুদ্রসীমা অতিক্রম করার কারণে ১৬ জন ভারতীয় সহ ২৬ জন আটক হয়েছিলেন ইকুইটোরিয়াল গিনিতে। সেখানে মার্শাল দ্বীপে জোরপূর্বক আটক করা হয়েছে তাঁদের এমনটাই অভিযোগ উঠেছিল। এবার সেই নাবিকরাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে করলেন কাতর আর্জি। ৮০ দিনেরও বেশি সময় ধরে আটক থাকার দাবি জানিয়ে কেন্দ্রীয় সরকারকে নাবিকের দল পাঠালেন একটি এসওএস। পাশাপাশি, ৫০ সেকেন্ডের দুটি ভিডিও পাঠিয়ে তাঁরা বলেন, তাঁদের মজুত থাকা খাবার-পানীয় জল প্রায় শেষে দিকে। এবার তাঁদের বাঁচানো হোক।

নাবিকদের মধ্যে থার্ড অফিসার রোশন অরোরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিদেশ মন্ত্রীর কাছে এই বিষয়ে হস্তক্ষেপ করার আবেদন বার্তা পাঠান। সেখানে তিনি লেখেন, তাঁদেরকে অবৈধভাবে আটকে রাখার পরে জোর করে নাইজেরিরায় নিয়ে যাওয়া হচ্ছে। তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়ার ভয় দেখানো হচ্ছে। যত দ্রুত সম্ভব যেন এই পরিস্থিতি থেকে তাঁদের উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, বর্তমানে তাঁদেরকে মালাবোর একটি হোটেলে নিয়ে যাওয়া হবে। যদিও পরে সেই নাবিকরা বন্দর ছেড়ে যেতে অস্বীকার করেন। কারণ তাদের একজন শ্রীলঙ্কান কর্মী অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: রাজীব গান্ধী হত্যা মামলায় বড় সিদ্ধান্ত, ৬ আসামিকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

সূত্রের খবর, শুধু জোরপূর্বক আটক করে রাখাই নয়, নাবিকদের উপর চলছে নির্যাতন। তাঁদের পর্যাপ্ত খাবার, পানীয় জল কিছুই দেওয়া হচ্ছে না। এছাড়াও তাঁদেরকে বিভিন্ন ধরণের হুমকি দিয়ে ভয় দেখানোও হচ্ছে। এমনকি তাঁদের কাছে মুক্তিপণ পর্যন্ত চাওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সম্পূর্ণ বিষয়ের উপর কেন্দ্রীয় সরকারের প্রতিক্রিয়া কী? কীভাবে উদ্ধারকার্যের পরিকল্পনা করবে ভারত? সেটাই দেখার।