নিউজ ডেস্ক: আদানি কাণ্ডে সেবি বা শীর্ষ আদালতের তৈরি করে দেওয়া কমিটির তত্ত্বাবধানে হওয়া তদন্তে আস্থা নেই বিরোধীদের। যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবিতে অনড় বিরোধীরা। বিরোধীদের এই দাবি কেন্দ্র না মানায় এই ইস্যুকে হাতিয়ার করে দিল্লির ইডি অফিসে অভিযান চালায় ১৮টি বিরোধী দলের সাংসদরা। যদিও বিরোধীদের সেই অভিযান বেশিদূর এগোয়নি বলেই সূত্রের খবর। সংসদের বাইরেই তাদেরকে আটকে দেওয়া হয়। যদিও তাৎপর্যপূর্ণ ভাবে বিরোধীদের এই অভিযানে যোগ দেয়নি তৃণমূল।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের নেতৃত্বে বাম, শিবসেনার উদ্ধব শিবির, ডিএমকে এমনকি, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি, অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি, কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-র সাংসদেরাও বুধবার মিছিল করে জওহরলাল নেহরু মার্গের ইডি সদর দফতরের দিকে যান। কিন্তু বিজয়চকের কাছে তাঁদের আটকায় পুলিশ। জানিয়ে দেওয়া হয়, ওই এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় মিছিল করা যাবে না।
খড়্গে বলেন, ‘‘আদানি গোষ্ঠীর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সে বিষয়ে তদন্ত করার জন্য আমরা ইডির ডিরেক্টরের কাছে স্মারকলিপি দিতে গিয়েছিলাম। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নিয়ন্ত্রিত দিল্লি পুলিশ বিজয়চকে আমাদের আটকে দিল।’’
Leave a Reply