ইউ এন লাইভ নিউজ ডেস্ক: লোকসভার আগে ফের বড় চমক বিজেপি-র। দেশের প্রথম অলিম্পিক পদকজয়ী বক্সার বিজেন্দ্র সিং যোগদান করলেন গেরুয়া শিবিরে। এর আগে ২০১৯ সালে কংগ্রেসের হয়ে নির্বাচনে লড়েছিলেন তিনি। ফলে লোকসভার আগে ফের ধাক্কা গেল হাত শিবির।
২০১৯ সালে কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়ান বিজেন্দর। দক্ষিণ দিল্লি লোকসভা কেন্দ্রে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু বিজেপির রমেশ বিধুরির কাছে তাঁকে হারতে হয়েছিল। কিন্তু এবারও তাঁকে ভোটে (Lok Sabha Election 2024) দাঁড় করানোর পরিকল্পনা ছিল বলেই খবর। মথুরায় হেমা মালিনীর বিরুদ্ধে বিজেন্দরকে প্রার্থী করতে চেয়েছিল হাত শিবির, সূত্রের দাবি এমনটাই। লক্ষ্য ছিল জাঠ সম্প্রদায়ের ভোট আকর্ষণ করা। হরিয়ানার মতোই পশ্চিম উত্তরপ্রদেশেও যা অন্যতম ফ্যাক্টর। কিন্তু শেষপর্যন্ত কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেলেন তারকা বক্সার।
রাহুল গান্ধী যে ভারত জোড়ো যাত্রা করেছিলেন তার প্রথম পর্যায়ের যাত্রায় দেখা গেছিল বিজেন্দ্রকে। পাশাপাশি একাধিক ইস্যুতে মোদী সরকারকে খোঁচা দিয়েছেন তিনি। শুধু তাই নয়, বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন করা কৃষকদের পাশে যেমন দাঁড়িয়েছিলেন বিজেন্দ্র, তেমনই দেশের কুস্তিগীরদের একাংশ যখন বিজেপির ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে সরব হয়েছেন, তখনও তাঁদের পাশে দেখা গিয়েছিল বক্সারকে।
অন্যদিকে, বুধবারই কেরলের ওয়েনাড়ে লোকসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন রাহুল গান্ধী। এদিনই দল ছাড়লেন বিজেন্দ্র। যদিও কংগ্রেস শিবিরের পক্ষ থেকে এ নিয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।
Leave a Reply