কলকাতা মেট্রোর মুকুটে নয়া পালক, রবিবারই গঙ্গার নিচ দিয়ে ছুটবে মেট্রো

নিউজ ডেস্ক: এটা যেমন কলকাতার মুকুটে নয়া পালক তেমনই কলকাতা মেট্রোর ইতিহাসেও একটা স্মরণীয় দিন হয়ে থাকল এই রবিবার। এখন আর শুধু জেলা বা রাজ্য নয়,  সারা দেশে এই প্রথম কোনও নদীর তলা দিয়ে মেট্রোর ট্রায়াল রানের বন্দোবস্ত শুরু হবে।

ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের মাধ্যমেই শহরের পূর্বে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ হয়ে, এসপ্ল্যানেড ছুঁয়ে গঙ্গার তলা দিয়ে মেট্রো পৌঁছে যাবে হাওড়া ময়দানে। রবিবার যেহেতু এই লাইনে মেট্রো বন্ধ থাকে, তাই দুটি রেক নিয়ে যাওয়ার জন্য এই দিনটিই বেছে নিয়েছে মেট্রোরেল কর্তপক্ষ।

এই ইস্ট-ওয়েস্ট লাইনে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে এখনও বিদ্যুৎ সংযোগের কাজ হয়নি। তাই ওইটুকু জায়গা বিশেষ যন্ত্রের মাধ্যমে রেকগুলিকে টেনে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে আবার বিদ্যুৎ পরিষেবা মিলবে। এই মুহূর্তে ইস্ট-ওয়েস্ট মেট্রোতে মোট ১৪টি রেক রয়েছে। তার মধ্যে থেকে দুটি চলে যাবে হাওড়া ময়দানে। এরপর আগামী সপ্তাহেই এই দুটি রেককে ট্রায়াল রানে নামানো হবে বলে জানাচ্ছে কলকাতা মেট্রো।

এই প্রসঙ্গে কলকাতা মেট্রোর এক আধিকারিক বলেন, দেশের মধ্যে প্রথম মেট্রো চালু হয়েছিল কলকাতাতেই। এবার এই শহরের মুকুটেই নয়া পালক জুড়তে চলেছে। গঙ্গার প্রায় ৩২ মিটার নীচ দিয়ে যে মেট্রো লাইনে চালু হতে চলেছে, তা নিয়ে ইতিমধ্যে সারা দেশেই আগ্রহ তৈরি হয়েছে। প্রসঙ্গত, বৌবাজার এলাকায় এখনও মেট্রো লাইনের জটিলতা কাটেনি। পূর্বমুখী লাইন একেবারে তৈরি হয়ে গেলেও পশ্চিমমুখী লাইনের সমস্যা এখনও মেটেনি। এ বিষয়ে কলকাতা মেট্রোর এক শীর্ষকর্তা বলেন, খুব শিগগিরই এই সমস্যা মেটানোর চেষ্টা চলছে। এরপরই যাত্রী পরিষেবা চালু হয়ে যাবে।

About Somnath Adak

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *