পথে প্রতিবাদে ২০১৪-র উত্তীর্ণরা! হয় নিয়োগ নয় মৃত্যু,দাবি আন্দোলনকারীদের

নিউজ ডেস্ক : টেট পাশ করেছে সেই ২০১৪ সালে। এখনও পায়নি চাকরি। কলকাতার বিভিন্ন প্রান্তে প্রতিবাদ জানানোর পর, এবার নিয়োগের দাবীতে টেট উত্তীর্ণরা পৌঁছালেন রবীন্দ্রসদনে। চাকরি চেয়ে চাকার তলায় চাকরিপ্রার্থীরা। হয় নিয়োগ,না হয় মৃত্যুবরণ করবে তাঁর !

নিয়োগের দাবির আন্দোলনে রক্তাক্ত এক্সাইডের রাজপথ। এ যেন গণতন্ত্রের উপর শাসকের দাঁত, টেনে-হিঁচড়ে আন্দোলন ভেস্তে দেওয়ার পর এবার দেওয়া হল কামড়ে। সংবাদমাধ্যম দ্বারা ক্যামেরা বন্দি হল সেই দৃশ্য। এক প্রার্থীকে টেনে নিয়ে যাচ্ছিল একজন পুলিশ কর্মী। এমন সময় আর এক মহিলা পুলিশকর্মী দৌড়ে এসে হঠাৎই আক্রোশের সাথে কামড় বসিয়ে দিল টেট প্রার্থীর হাতে। ঠিক তার পরের মুহূর্তেই ক্যামেরায় ভেসে উঠল পরিষ্কার দাঁতের ছাপ। তা থেকে বেরচ্ছে রক্ত !

২০১৪ সালে টেট পাশ করলেও এখনও নিয়োগ পাননি তাঁরা। নিয়োগের দাবিতেই বুধবার রবীন্দ্র সদন মেট্রোর সামনে বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভ আটকাতেই নাজেহাল পুলিশ। কয়েক জন পুলিশ মিলে বিক্ষোভ সামলাতে না পেরে আরও পুলিশবাহিনীকে ডেকে পাঠানো হয়েছিল। একদিক থেকে পুলিশ এলে অন্যদিকে পালিয়ে যাচ্ছিল আন্দোলনকারীরা। ঠিক যেন লুকোচুরি খেলা।

আরও পড়ুন : জমা পড়ল না হলফনামা! নোট বাতিল মামলায় কেন্দ্রকে কড়া ভর্ৎসনা শীর্ষ আদালতের

শুধু তাই নয় দুই তরফের ধস্তাধস্তি, মারপিট,চড়থাপ্পড়,লাঠি চার্জে রণক্ষেত্র হয়ে দাঁড়াল রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের চত্বর। সব রকমের পথ অবলম্বনের পরও সমস্যার সমাধান না পেয়ে,শেষে পুলিশের প্রিজন ভ্যানের চাকার তলায় শুয়ে প্রতিবাদ করেন তাঁরা। এই ঘটনায় অনেকেই অসুস্থ হয় পড়েছেন। শুধু তাই নয় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পরে থাকতেও দেখা গেছে অনেককে। তাও কোনও কিছুর পরোয়া না করেই হিড়হিড় করে ওই অবস্থায় টানতে টানতে পুলিশ ভ্যানে তোলা হয় তাঁদের।

আরও পড়ুন : জিন পাল্টাচ্ছে মশা, ভয়াবহ ডেঙ্গি পরিস্থিতি নিয়ে মন্তব্য মমতার