Asian Games Medal Tally

Asian Games 2023 Medal Tally: এশিয়ান গেমসের পদক তালিকায় কত নম্বরে ভারত? সোনা সহ কতগুলি পদক? জানুন

ইউ এন লাইভ স্পোর্টস ডেস্ক: ১৯ তম এশিয়ান গেমসে পদক তালিকায় ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে ভারত? তুলনামূলক ভাবে অন্যবারের তুলনায় এবারের এশিয়াডে দুরন্ত যাত্রা অব্যাহত রয়েছে ভারতীয় অ্যাথলেটিক্সদের। এই মুহূর্তে চার নম্বরে রয়েছে ভারত। টিম ইন্ডিয়ার ঝুলিতে এই মুহূর্তে মোট ৬০ পদক। যার মধ্যে রয়েছে ১৩ টি সোনা। পাশাপাশি ২৪ টি রুপো ও ২৩ টি ব্রোঞ্জ পদক ইতিমধ্যে এসে গিয়েছে ভারতের ঝুলিতে।

এবছর ভারতের থেকে এগিয়ে প্রথম তিন স্থানে রয়েছে চিন, জাপান ও দক্ষিণ কোরিয়া। আয়োজক চিনের ঝুলিতে ১৪৭ টি সোনা সহ মোট ২৭০টি পদক রয়েছে। ৩৩ টি সোনার পদক সহ দ্বিতীয় স্থানে থাকা জাপানের ঝুলিতে ১২২ টি পদক। দক্ষিণ কোরিয়ার ঝুলিতে ১৩৩ টি পদক থাকলেও সোনা ৩১ টি।

এই বছর পদকের সংখ্যায় দেশের মুখ উজ্জ্বল করেছেন ভারতীয় শ্যুটাররা। সবথেকে বেশি পদক এনেছেন তাঁরাই। মোট ২২ টি। যার মধ্যে সোনার পদকই ৭ টি। এশিয়ান গেমসের মঞ্চে ৯ টি রুপো ও ৬ টি ব্রোঞ্জও ভারতকে এনে দিয়েছেন শ্যুটাররা। রোয়িংয়ে ২ টি রুপো ও ৩ টি ব্রোঞ্জ, মোট ৫ পদক পেয়েছে ভারত। ভারতীয় মহিলা ক্রিকেট দল পেয়েছে সোনার পদক। টেনিস, স্কোয়াশ, ইকুয়েস্ট্রিয়ানে একটি করে ও অ্যাথলেটিক্সে আরও ২ টি সোনা এসেছে ভারতের ঝুলিতে। পাশাপাশি আরও ৮ টি রুপো ও ৬ টি ব্রোঞ্জ মিলিয়ে মোট ১৬ টি পদক এসেছে অ্যাথলেটিক্সে।