সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তান-চিনের বিরুদ্ধে সুর চড়ালেন জয়শঙ্কর

নিউজ ডেস্ক : বহু কাঠখড় পুড়িয়ে অবশেষে ৪ বছর পর এফএটিএফের ধূসর তালিকা থেকে বাদ পড়েছে পাকিস্তানের নাম। কিন্তু স্বস্তির নিঃশ্বাস নিতে না নিতেই, ফের পাকিস্তানের ঘাড়ে অভিযোগের বোঝা চাপালেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ২০০৮ সালে ২৬ শে নভেম্বর পাকিস্তানি জঙ্গিদের হামলায় যে তাজ হোটেল কেঁপে উঠেছিল, সেখানে দাঁড়িয়েই বিদেশমন্ত্রীর অভিযোগ, ২৬/১১ মুম্বই সন্ত্রাসী হামলার মূল ষড়যন্ত্রকারী এবং পরিকল্পনাকারীরা এখনও নিরাপদে রয়েছে, তাদের এখনও শাস্তি দেওয়া হয়নি।

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মহলে, জঙ্গি হামলা, জঙ্গিদের অর্থ সরবরাহ এবং জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগে বিদ্ধ পাকিস্তান। এরই মধ্যে ফের সেই অভিযোগ উসকে দিয়ে, পাকিস্তানের নাম উল্লেখ না করে ভারতের বিদেশমন্ত্রী জানিয়েছেন, ২৬/১১ জঙ্গি হামলাটি শুধু মুম্বইয়ে নয়, বিশ্বের সমস্ত মানুষের ওপর হওয়া একটি হামলা।’ এছাড়াও আক্ষেপ প্রকাশ করে তিনি জানিয়েছেন, ‘সন্ত্রাসে জড়িতদের উপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে রাষ্ট্রপুঞ্জ এখনও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারছে না।’

প্রথমবার নিউইয়র্কের পরিবর্তে, মুম্বই ও দিল্লিতে নিরাপত্তা পরিষদের সন্ত্রাস-বিরোধী কমিটির দু’টি বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানে সন্ত্রাসদমন নিয়ে মত বিনিময় করবেন নিরাপত্তা পরিষদের স্থায়ী-অস্থায়ী ১৫টি প্রতিনিধি সদস্য দেশের কর্তারা। শুক্রবার বৈঠকের প্রথম দিনে ২৬/১১ সন্ত্রাসের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে, পাকিস্তানের নাম না করে হামলাকারীদের আড়াল করার অভিযোগ তুলে, সন্ত্রাসে আর্থিক সহায়তা দমনের উদ্দেশ্যে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সন্ত্রাস-বিরোধী কমিটির বৈঠকে, এস জয়শঙ্কর পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন।

আরও পড়ুন : পঞ্চায়েত ভোটের আগেই নতুন দুটি প্রকল্প ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে

সম্প্রতি এফএটিএফের ধূসর তালিকা থেকে পাকিস্তানের নাম দেওয়ার পাশাপাশি চিনের হস্তক্ষেপে পাশ হতে পারেনি ২৬/১১ সন্ত্রাসের মূল চক্রী তথা লস্কর প্রধান হাফিজ সঈদের ছেলে তলহার বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে ভারত এবং আমেরিকার আনা নিষেধাজ্ঞার প্রস্তাব। এছাড়াও লস্করের জঙ্গি সাজিদ মীর, আব্দুল রহমান মাক্কি অথবা জইশ-ই-মহম্মদের নেতা আব্দুল রউফ আসগরকে আন্তর্জাতিক জঙ্গি তালিকাভুক্ত করার জন্য ভারত-আমেরিকার যৌথ প্রয়াস ব্যর্থ হয়েছে। এরপরই আন্তর্জাতিক স্তরের সর্বোচ্চ সন্ত্রাস-বিরোধী বৈঠকে বিশ্ব এবং পাকিস্তানকে কড়া বার্তা দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে।

আরও পড়ুন : আত্মগোপন করেও হলোনা শেষরক্ষা, এনআইএ-এর হাতে গ্রেফতার পিএফআই শীর্ষ নেতা