উত্তরাখণ্ডে পর্বতারোহণে গিয়ে নিহত বাংলার সন্দীপ, ব্যারাকপুরে শোকের ছায়া

নিউজ ডেস্ক: সন্দীপ সরকারের নেশা ছিল পর্বত শৃঙ্গ জয় করা। এর আগেও বহুবার ট্রেকিংয়ে বেরিয়েছিলেন নিউ ব্যারাকপুরের বাসিন্দা সন্দীপ সরকার। তবে এবার, ট্রেকিংয়ে বেরোলেন ঠিকই, কিন্তু ঘরে ফেরা আর হলনা। তুষারধসে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে মৃত্যু হল পশ্চিমবঙ্গের তিন অভিযাত্রীর। যার মধ্যে রয়েছেন সন্দীপ।

আরও পড়ুন: ‘ভারতীয়দের চাকরি না দেওয়ার নির্দেশ’, ইনফোসিসের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ প্রাক্তন কর্মী

ঘটনায় শোকস্তব্ধ সন্দীপের পরিবার সহ গোটা এলাকা। পরিবার সূত্রে খবর, ট্রেকিংয়ের উদ্দেশ্যে গত ১১ সেপ্টেম্বর সন্দীপ সহ ৪১ জনের একটি দল রওনা দিয়েছিলেন। ৪ অক্টোবর তাঁরা সম্মুখীন হন প্রবল তুষারঝড়ের। সেদিনই ৪১ জনের দলের অধিকাংশ লোক হারিয়ে যান। কোনও ভাবে ৯ জনকে জীবিত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। প্রত্যেকেই তাঁরা এখন লড়াই করছে মৃত্যুর সঙ্গে। বাকি সকলকেই মৃত বলে ঘোষণা করা হয়। সন্দীপের পরিবার জানান, ৮ অক্টোবর বাড়ি ফেরার কথা ছিল সন্দীপের। তবে তা আর হলনা। সোমবার সকালে সন্দীপকে মৃত বলে নিশ্চিত করা হয়। মঙ্গলবার সন্দীপের নিথর দেহ পৌঁছবে তাঁর বাড়িতে।

আরও পড়ুন: বিয়ারের বোতলের রং সবুজ ও বাদামি হয়ে থাকে: জানেন কেন?

সন্দীপের মৃত্যুর খবর পেতেই ভেঙে পড়েছেন পরিবারের সকলে। সন্দীপের ছোটবেলার বন্ধু মনোজিৎ বন্দোপাধ্যায় জানান, “উত্তরকাশীর একটি সংস্থার সঙ্গে ও গিয়েছিল প্রশিক্ষণ নিতে। ৪ অক্টোবর তুষারধসের মুখে পড়ে দলটি। সকাল সওয়া ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। তখন ওদের দলটি শৃঙ্গ থেকে মাত্র ১০০ মিটার দূরে ছিল।”