৩০ এর ঘরে তাপমাত্রা, গরমে হাঁসফাঁস কলকাতাবাসী

নিউজ ডেস্ক : বারে বারেই হাওয়া অফিস জানাচ্ছে,শীত আসতে পারে ডিসেম্বরেই। কিন্তু যে ভাবে গরম বেড়েই চলেছে তাতে মনে হচ্ছে না যে খুব তাড়াতাড়ি ঠান্ডা পড়বে। অন্যান্য বার ডিসেম্বরে শীত ঢুকে যায় শহরে। তবে এবারে এতো দেরি কেন? কবে আসবে শীত, এটাই এখন বড় প্রশ্ন !

গত তিন দিনে চড়চড় করে তাপমাত্রা বেড়েছে শহর কলকাতায়। শীতের অপেক্ষায় থাকতে থাকতে হাল ছাড়তে বসেছে বঙ্গবাসী। আগামী ২ দিন এইরমই থাকবে কলকাতার আবহাওয়া । তবে সপ্তাহের শেষের দিকে আবার কিছুটা পড়তে পারে শীত, ইঙ্গিত দিল আবহাওয়া দফতর।

কলকাতায় আকাশ আপাতত পরিষ্কার থাকবে কয়েকদিন। তবে আর্দ্রতা বেশ কিছুটা বাড়তে পারে। বুধবারের থেকেও বেড়েছে তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেড়ে প্রায় ৩০ ডিগ্রির ওপরে থাকবে। অন্যদিকে, শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। এর মধ্যে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই । ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে তাপমাত্রা নামতে পারে অনেকটাই,জানাল আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন : টুইট বিতর্ক দিয়ে শুরু গুজরাটের প্রথম দফার নির্বাচন