কেন্দ্রীয় পোর্টাল বাইরে কিছু কলেজে চলছে ভর্তি! কবে চালু হবে সরকারি পোর্টাল?

কলকাতা, ১৩ মে ২০২৪: উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর শুরু হয়েছে ভর্তির ধুম। কিন্তু সরকারের নির্ধারিত কেন্দ্রীয় পোর্টাল ব্যবহার না করেই কিছু স্বশাসিত ও সংখ্যালঘু কলেজে চলছে ভর্তি প্রক্রিয়া।

কোন কোন কলেজে চলছে ভর্তি?

  • নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক কলেজ
  • সেন্ট জেভিয়ার্স কলেজ
  • বেলুড় বিদ্যামন্দির
  • স্কটিশ চার্চ কলেজ
  • সেন্ট পলস কলেজ
  • শ্রীরামপুর কলেজ
  • শ্রী শিক্ষায়তন
  • ভবানীপুর এডুকেশন সোসাইটি

কেন ব্যবহার করা হচ্ছে না কেন্দ্রীয় পোর্টাল?

  • কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, তাদের আলাদা ভর্তি প্রক্রিয়া রয়েছে।
  • কেন্দ্রীয় পোর্টাল চালু নিয়ে তাদের সাথে আলোচনা করা হয়নি।

কবে চালু হবে সরকারি পোর্টাল?

  • এখনও স্পষ্ট নয়।
  • লোকসভা নির্বাচনের কারণে আদর্শ আচরণ বিধি জারি থাকায় পোর্টাল চালুতে দেরি হচ্ছে।
  • উচ্চশিক্ষা দফতর আলোচনা করে সিদ্ধান্ত নেবে।

কেন্দ্রীয় পোর্টালের সুবিধা:

  • ভর্তি প্রক্রিয়া হবে আরও স্বচ্ছ ও সহজ।
  • কলেজগুলিতে আসন ফাঁকা থাকার সংখ্যা কমবে।

গত বছরের অভিজ্ঞতা:

  • গত বছর শেষ মুহূর্তে চালু করা হয়েছিল কেন্দ্রীয় পোর্টাল।
  • ৪ বছর ডিগ্রি কোর্স চালুর ফলে পোর্টালে আসন বিন্যাসে পরিবর্তন আনতে হয়েছিল।

এ বছরের প্রস্তুতি:

  • উচ্চশিক্ষা দফতর এ বছর পুরোপুরি প্রস্তুত।

আশা করা হচ্ছে:

  • অভিন্ন পোর্টাল চালু হলে ভর্তি প্রক্রিয়া আরও নিয়মিত ও সুষ্ঠু হবে।
  • কলেজগুলিতে আসন ফাঁকা থাকার সংখ্যা কমবে এবং শিক্ষার্থীরা সহজেই তাদের পছন্দের কলেজে ভর্তি হতে পারবে।

#উচ্চমাধ্যমিক #ভর্তি #কলেজ #কেন্দ্রীয়পোর্টাল #সরকার #শিক্ষা