একসঙ্গে ভারত-পাক ম্যাচ দেখলেই জরিমানা! বিজ্ঞপ্তি জারি শ্রীনগরের এনআইটি কলেজে

নিউজ ডেস্ক: ভারত-পাকিস্তান মহারণ শুধু সময়ের অপেক্ষা। এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচ দেখা নিয়ে পড়ুয়াদের উপর ফতোয়া জারির অভিযোগ উঠল শ্রীনগর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (Srinagar NIT) বিরুদ্ধে ৷

এক ঘরে অনেকজন মিলে খেলা দেখা যাবে না। যদি কারও ঘরে অন্য পড়ুয়াদের পাওয়া যায়, তাহলে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে। সোশ্যাল মিডিয়ায় খেলা সংক্রান্ত কোনও পোস্ট করা যাবে না। এমনই বিজ্ঞপ্তি, স্টুডেন্টস ওয়েল ফেয়ার বিভাগের ডিন-অফিস থেকে জারি করা হয়েছে ৷

পাশাপাশি, যে ছাত্ররা একসঙ্গে ভারত-পাকিস্তান (India vs Pakistan) খেলা দেখবেন, তাঁদের কমপক্ষে 5 হাজার টাকা জরিমানা করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে ৷ আর ম্যাচ চলাকালীন হস্টেলে নিজেদের ঘরেই পড়ুয়াদের থাকতে নির্দেশ দেওয়া হয়েছে স্টুডেন্ট ওয়েলফেয়ার বিভাগের তরফে৷ আর হস্টেলের মধ্যে অন্য কোনও রুমে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে কলেজ কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন: নজর কাড়া তিন ঘটনায় ২৮ অগষ্ট যেন সত্যিই সুপার সানডে

কেন এই নির্দেশিকা ?

সাম্প্রতিককালে নানা জায়গায় ভারত-পাকিস্তানের এই ম্যাচ নিয়ে বিশৃঙ্খলা ছড়িয়েছে। তার মধ্যে অন্যতম শ্রীনগরের এই প্রতিষ্ঠান। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হেরে গিয়েছিল ভারত। তারপরেই সংঘর্ষে জড়িয়ে পড়ে এই কলেজের পড়ুয়ারা। অভিযোগ উঠেছিল, বেশকিছু বহিরাগতদের সঙ্গে হস্টেলের পড়ুয়ারাদের মারামারি হয় ৷ যে ঘটনার জন্য শ্রীনগর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি একদিনের জন্য বন্ধ রাখা হয়েছিল ৷