৬০ ছাত্রীর স্নানের ভিডিও ভাইরালে উত্তাল চণ্ডীগড়ের বেসরকারি বিশ্ববিদ্যালয়, উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক: ৬০ জন ছাত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। লজ্জায় আত্মহত্যার চেষ্টা করেন ৮ ছাত্রী। এমনই অভিযোগ তুলে শনিবার রাত থেকে বিক্ষোভে সরব পাঞ্জাবের চণ্ডীগড়ের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম পাঞ্জাবের রাজনৈতিক মহল। যদিও সমস্ত ঘটনাকে গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এই বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্তের আশ্বাসও দিয়েছেন। অন্যদিকে, জাতীয় মহিলা কমিশনও এই বিষয়ে হস্তক্ষেপ করেছে।

আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় শনিবার গভীর রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ করেন শত শত পড়ুয়া। এরপরই রবিবার মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ট্যুইট করে জানিয়েছেন, ‘চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ঘটনার কথা শুনে দুঃখিত। আমাদের মেয়েরা আমাদের গর্ব। ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষী যেই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনের সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখছি। সকলকে গুজব থেকে দূরে থাকার অনুরোধ জানাচ্ছি।’

চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের এমএমএস কাণ্ডে ইতিমধ্যেই জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে পাঞ্জাবের ডিজিপিকে চিঠি লিখে, এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি, জাতীয় মহিলা কমিশন চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও এই বিষয়ে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও জাতীয় মহিলা কমিশন, রাজ্য মহিলা কমিশনকেও এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং সুষ্ঠুভাবে তদন্ত করার বিষয়টি নিশ্চিত করতে বলেছে।

আরও পড়ুন: নিজের ঘর থেকে উদ্ধার দেহ, তৃণমূল নেতার রহস্য মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

ঘটনার সূত্রপাত হয় শনিবার রাত ২ টো নাগাদ। চণ্ডীগড়ের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শুরু হয় হইচই।বিক্ষোভকারীদের অভিযোগ, হোস্টেলের ৬০ জন ছাত্রীর স্নান করার ভিডিও ভাইরাল হয়েছে। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ৬০ জন নয়, ১ জন ছাত্রীর তাঁর প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে। অন্য কোনো ভিডিও এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। এমনকি ৮ জনের আত্মহত্যার চেষ্টার অভিযোগও ভুয়ো। তবে বিক্ষোভকারীদের অভিযোগ, এক ছাত্রীই ভিডিও তৈরি করে পরিচিত একটি ছেলেকে পাঠিয়েছিল। এরপরই তা ভাইরাল হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ পেয়েও বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা করে। এরপরই শুরু হয় বিক্ষোভ।

আরও পড়ুন: নিয়ম রক্ষার দুর্গা পুজো: কার নামে সঙ্কল্প, জানে না বিজেপি নেতারাই!