নিউজ ডেস্ক: এবারের দীপাবলিতে ৭৫ হাজার জনের হাতে উপহার তুলে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই কারণেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এক মেগা ইভেন্টের আয়োজন করা হচ্ছে। আগামী শনিবার ভার্চুয়াল মাধ্যমে ৭৫ হাজার জনের হাতে কেন্দ্রীয় সরকারের চাকরির নিয়োগপত্র তুলে দেবেন। দেশে নিয়োগপত্র বিলির এত বড় অনুষ্ঠান এর আগে কখনও হয়নি বলেই সরকারি সূত্রের খবর।
এবছরই স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করছে দেশ। সেই উপলক্ষ্যেই এবার ৭৫ হাজার তরুণ-তরুণীকে দিপাবলীর উপহার হিসেবে নিয়োগপত্র দেবে কেন্দ্র সরকার। প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করেছেন এমন তরুণ-তরুণীদের হাতে নিয়োগপত্র দেওয়া হবে। নিয়োগ হবে রেল, স্বরাষ্ট্র, খাদ্য ও সরবরাহ, শিক্ষা এবং সড়ক-পরিবহণ ইত্যাদি মন্ত্রকের অধীনে।
আরও পড়ুন: বরফে ঢাকা পাহাড়ের মাথায় বিমান ভেঙে আটকে ৭২ দিন, খিদে মেটাতে নরমাংসই খেলেন বেঁচে যাওয়া যাত্রীরা
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিনাথ এর আগে বেশ কয়েকবার ভার্চুয়াল মাধ্যমে নিয়োগপত্র বিলি করেছেন। সরকারি সূত্রে খবর, শনিবার প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে সব মন্ত্রী ও পদস্থ অফিসারদের হাজির থাকতে বলা হয়েছে। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে দেশজুড়ে এই বিশাল সংখ্যক তরুণ-তরুণীর হাতে নিয়োগপত্র তুলে দিয়ে যুব সমাজের মন জয় করতে চাইছে মোদি সরকার। এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
Leave a Reply