রাজ্যের পুলিশ কর্তাদের তলব ও সম্মান, কেন্দ্রের আচররণে সংশয়ে পুলিশ মহল

নিউজ ডেস্ক: একদিকে গরু ও কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য রাজ্যের আট আইপিএস অফিসারকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, অন্যদিকে স্বাধীনতা দিবসে বাংলার আট পুলিশ কর্মীকে সম্মান জানাতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

তদন্তে কৃতিত্বের জন্য প্রত্যেক বছর স্বাধীনতা দিবসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে পদক দিয়ে সম্মানিত করা হয় পুলিশ কর্মীদের। এবছরও একাধিক রাজ্যের পুলিশ কর্মীকে সম্মান জানাতে চলেছে কেন্দ্র। এবছর ১৫১ জনের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সেই তালিকায় রয়েছে বাংলার আট পুলিশ কর্মীও। তবে এই তালিকায় সবচেয়ে বেশি নাম রয়েছে সিবিআই আধিকাকদের।

বাম-কংগ্রেসের অভিযোগ কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে বিরোধীদের। বিরোধীদের চাপে রাখতে কেন্দ্রের তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে মোদি-শাহের সরকার। যদি সিবিআই বা ইডির কাজের রেকর্ড দেখা যায় তাহলে বাংলার ক্ষেত্রেই রবীন্দ্রনাথের নোবেলচুরি, রিজওয়ানুর সহ সারদা, নারদা এমনকি সাম্প্রতিক কালের বগটুই গণহত্যা থেকে এসএসসি দুর্নীতিতে সিবিআই তদন্ত শুরু করলেও কোনও কেসেরই নিস্পত্তি হয়নি। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের প্রভাবমুক্ত নয় এই সংস্থা এমনই অভিযোগ ওঠে বার বার।

বাংলার আট পুলিশকর্মীকে স্বরাষ্ট্র মন্ত্রী কেন্দ্রীয় সম্মান দেওয়ার পিছনেও রাজনৈতিক চাল দেখছে রাজনৈতিক মহল। কারণ গরু ও কয়লা পাচার কাণ্ড অভিযুক্ত রাজ্যের আট আইপিএস অফিসারকে ১৫ অগষ্টের পরেই দিল্লিতে তলব করেছে ইডি। আবার অন্যদিকে বাংলার আট পুলিশ কর্মীকে কেন্দ্রীয় সম্মান প্রদানের কথা ঘোষণা করেছে।

About Unlive

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *