ইউ এন লাইভ নিউজ ডেস্ক: কিছুদিন আগেই উত্তাল বাংলাদেশে ছাত্র আন্দোলনের জেরে খানিকটা বাধ্য হয়েই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। যদিও তিনি এখন ভারতেই রয়েছেন এক নিরাপদ স্থানে। তবে হাসিনার পদত্যাগের পরেও শান্ত হয়নি বাংলাদেশ। শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশে যে ‘অরাজকতা’ চলছে, তা আদতে একটি ‘ষড়যন্ত্র’ বলেই মন্তব্য করলেন মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবারই প্যারিস থেকে বাংলাদেশে ফিরেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভাবী প্রধান ইউনূস। আর দেশে ফিরেই সেখানকার পরিস্থিতি সম্বন্ধে এমন মন্তব্য করলেন তিনি। তবে সেই সাথেই কী ভাবে ওই ষড়যন্ত্র থেকে মুক্তি পাওয়া যাবে তাঁর উপায়ও বাতলে দিয়েছেন ইউনুস।
বৃহস্পতিবার রাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে শপথ গ্রহণ করার কথা ইউনূসের। প্রসঙ্গত, দুপুরে বাংলাদেশের শাহজালাল বিমানবন্দরে পৌঁছেই সাংবাদিকদের মুখোমুখি হন ৮৪ বছরের অর্থনীতিবিদ ইউনুস। সেখানেই তাঁকে ওই মন্তব্য করতে শোনা যায়। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘কালবেলা’ তাদের প্রতিবেদনে ইউনূসের ওই বক্তব্য প্রকাশ করেছে। তারা লিখেছে, ইউনূস বলেন, ‘‘গত কয়েক দিনে দেশের মধ্যে যে ধরনের হিংসাত্মক ঘটনা ঘটেছে, সেগুলি ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র রোধ করতে হবে। তবে যাঁরা এটা করছেন, তাঁদের লাঠিপেটা করলে হবে না। হিংসা যাঁরা ছড়াচ্ছেন, তাঁদের আইনের হাতে তুলে দিতে হবে। কোনও রকম প্রতিহিংসামূলক কাজ করা যাবে না। আমার উপর যদি আস্থা এবং বিশ্বাস রাখেন, তা হলে এটা নিশ্চিত করতে হবে। কারও উপরে কোনও রকম হামলা করা যাবে না। বিশৃঙ্খলা করা যাবে না। দেশের সরকারের উপর মানুষের আস্থা নেই। সেই আস্থা ফেরাতে হবে। আর তার জন্য সবার আগে দেশে চলা ওই হিংসা রোধ করতে হবে।’’
একই সঙ্গে ইউনূস দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তায় জানিয়েছেন, যদি হামলা এবং বিশৃঙ্খলা চলে, তা হলে তাঁকে যে দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে, তিনি সেই দায়িত্বে আর থাকবেন না।
সংবাদ মাধ্যম ‘কালবেলা’ সূত্রে খবর বৃহস্পতিবার বাংলাদেশে ফেরার পরে কিছুটা আবেগপ্রবণ হয়ে কান্নাজড়ানো স্বরে ইউনূসকে বলতে শোনা যায়, ‘‘আজ আমার আবু সঈদের কথা মনে পড়ছে।’’ প্রসঙ্গত, বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে মৃত্যু হয় নিরস্ত্র আবু সঈদের। আর সেই ঘটনা এবং তাঁর ছবি বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। কিছু দিন পরেই হাসিনার পদত্যাগের দাবিতে সরব হয় আন্দোলনকারী ছাত্রেরা। দেশে ফিরে সেই শহিদ ছাত্র আন্দোলনকারীকেই স্মরণ করেছেন ইউনূস। পরে তিনি বলেন, ‘‘ওই ঘটনার মধ্য দিয়েই দেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছে। যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজ নতুন করে বিজয় পেল, তা যেন পূর্ণতা পায়।’’ তরুণ সমাজকে তাদের আন্দোলনের জন্য ধন্যবাদ দিয়ে ইউনূসের সংযোজন ‘‘তরুণ সমাজ যেন নিজেদের মতো করে দেশটা সাজাতে পারে। তাঁদের আন্দোলন যেন ব্যর্থ না হয়।’’
Leave a Reply