Twitter Blue Tick: মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মে ভেরিফায়েড অ্যাকাউন্ড ব্যবহার করা যাবে না বিনামূল্যে, ভাবনা টুইটার সিইও মাস্কের

নিউজ ডেস্ক: গত সপ্তাহেই টুইটার মালিক হয়েছেন এলন মাস্ক। প্রায় ৪,৪০০ কোটি মার্কিন ডলার বিনিময়ে কিনেছেন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে। এবার নিজেই নিজেকে বসলেন টুইটারের সিইও পদে। মাইক্রো ব্লগিং ওয়েবসাইট অধিগ্রহণ শেষ করেই কোম্পানির তৎকালীন সিইও পরাগ আগরওয়ালকে ছাঁটাই করেছিলেন এলন। এবার ছাঁটলেন বোর্ড অফ ডিরেক্টরসের সব সদস্যকে। অন্যদিকে, বিনামূল্যে টুইটারে ব্লু টিকের ভেরিফায়েড অ্যাকাউন্ড ব্যবহারের দিন শেষ নিয়ে নয়া জল্পনা উস্কে দিলেন মাস্ক। সূত্রের খবর, মাস্কের টুইটার তার ব্লু সাবস্ক্রিপশনের জন্য ব্যবহারকারীদের 19.99 মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় ১৬০০ টাকা চার্জ করার চিন্তাভাবনা করছে।

টুইটার প্রথম ব্লু টিক লঞ্চ করা হয় ২০২১ সালে। একাধিক প্রিমিয়াম ফিচার যেমন টুইট এডিট করার ক্ষমতা, টুইট আনডু করা সহ এমন অনেক জরুরি কাজকর্ম এই ফিচারের সাহায্যে ব্যবহার করতে পারেন ব্যাবহারকারীরা। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, টুইটার অ্যাকাউন্ট ভেরিফাই করাতে এবার থেকে ব্লু সাবস্ক্রিপশন বাধ্যতামূলক করা হবে। অন্যদিকে, ইতিমধ্যেই যাঁরা টুইটার ব্লু সাবস্ক্রাইবার, তাঁদের কাছে ৯০ দিন থাকবে সাবস্ক্রাইব করার জন্য। নয়তো ৯০ দিনের মধ্যে নিজেদের ব্লু টিক হারাবেন তাঁরা। সূত্রের খবর, এই মুহূর্তে টুইটার ব্লু সাবস্ক্রিপশনের খরচ হিসাবে ৪.৯৯ মার্কিন ডলার ধার্য করা হতে পারে বলেও জানা গিয়েছে।

টুইটার সূত্রের খবর, যে সমস্ত কর্মীরা এই প্রজেক্টে কাজ করছেন, তাঁদের ৭ নভেম্বরের মধ্যে এই প্রক্রিয়া দ্রুত চালু করার নির্দেশ দেওয়া হয়েছে জন্য । সংস্থার তরফে এ-ও জানানো হয়েছে যে, এই ডেডলাইন মিট করতে না-পারলে ওই কর্মীদের চাকরি থেকে বরখাস্ত করা হবে, বলা হয়েছে রিপোর্টে।

এই ঘটনার প্রেক্ষিতে এলন মাস্ক একটি টুইট করে বলেন, “ভেরিফিকেশনের সমগ্র প্রক্রিয়াটি পুনর্গঠন করা হচ্ছে।”

এদিকে কোম্পানির সিইও হিসাবে যদিও এই প্রথম নয়, ইতিমধ্যেই একাধিক কোম্পানির সিইও পদ সামলান এলন। ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা টেসলা ছাড়াও মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স -এর সিইওপদে দিয়েছে এলন। একই সঙ্গে ব্রেন চিপ সংস্থা নেয়ারলিঙ্ক (Neuralink) এবং টানেল তৈরির জন্য দ্য বোরিং কোম্পানি (Boring Company)-র শীর্ষ পদেও রয়েছেন তিনি।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *