IND vs BAN, T20 World Cup 2022: হাজারও সমালোচনার পরও মরণ-বাঁচন ম্যাচে রাহুল-ডিকের উপরেই ভরসা দ্রাবিড়-রোহিতদের

নিউজ ডেস্ক: মরণ-বাঁচন ম্যাচ। যাকে বলে,`ডু অর ডাই’। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে গেলে জিততে হবে এই ম্যাচ, স্পষ্ট অঙ্ক রোহিত-সাকিবদের সামনে। চূড়ান্ত একাদশ নিয়ে আলাপ-আলোচনা ছিল তুঙ্গে। অবশেষে হাজারও সমালোচনার পরও মরণ-বাঁচন ম্যাচে রাহুল-ডিকের উপরেই ভরসা রাখলেন ভারতীয় শিবির। দীপকের জায়গায় ফিরছেন বাঁহাতি অক্ষর। অন্যদিকে, টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

বিশ্বকাপের প্রথম এবং দ্বিতীয় ম্যাচে দুরন্ত জয় পেলেও, তৃতীয় ম্যাচে হারের পর অনেকটাই চাপে ভারতীয় শিবির। পাকিস্তান-নেদারল্যান্ডকে হারিয়ে এবং দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেমেছে রোহিত-রাহুল-কোহলিরা। অন্যদিকে, জিম্বাবোয়ে-নেদারল্যান্ডকে হারিয়ে এবং সেই দক্ষিন আফ্রিকার কাছে হেরে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বাংলাদেশ।

এদিকে, এই বিশ্বকাপ শিবিরে ফর্ম হাতরে বেড়াচ্ছেন টিম ইন্ডিয়ার ভায়েস ক্যাপ্টেন-ওপেনার লোকেশ রাহুল। অ্যাডিলেডে ম্যাচের আগের দিন ইন্ডোর নেট সেশনে দুরন্ত ফর্মে থাকা বিরাটের থেকেও পরামর্শ নেন তিনি। কোচ রাহুল দ্রাবিড় আগেই সমালোচনাকে পাত্তা না দিয়ে সাফ জানিয়েছিলেন, তিনি এবং ক্যাপ্টেন রোহিত শর্মার যথেষ্ট আস্থা রয়েছে কেএল-এর ওপর। এভাবে এক দুটো ম্যাচের ব্যর্থতার জন্য লোকেশ রাহুলের মতো ক্লাস ব্যাটারকে বাদ দেওয়া কখনোই যায় না।

এদিকে, আগের ম্যাচে চোট – খারাপ ফর্ম – ব্যাটিং লাইনআপে বাঁহাতি ব্যাটারের অভাব। এই তিন কারণে প্রবল সম্ভাবনা ছিল চূড়ান্ত একাদশ থেকে দীনেশ কার্তিকের বাদ যাওয়া এবং ঋষভ পন্থের অভিষেক হওয়ার। তবে এই `ডু অর ডাই’ ম্যাচে ফিনিশার ডিকের উপরেই ভরসা রাখল ভারতীয় শিবির।

আরও পড়ুন: প্রতিপক্ষ নয়, রোহিত-সাকিবকে ভাবাচ্ছে বৃষ্টি, বাংলাদেশের বিরুদ্ধে কী হবে চূড়ান্ত একাদশ?

ভারত, বাংলাদেশ দুই দলেই একটি করে পরিবর্তন করা হয়েছে। ফের পুরনো কম্বিনেশনে ফিরে যাচ্ছে ভারত। এই ম্যাচে দীপকের জায়গায় খেলছেন অক্ষর। বাংলাদেশ দলেও রয়েছে একটি পরিবর্তন। এই ম্যাচে বাংলাদেশ পেস বোলিংয়ের ওপর জোর দিচ্ছে। সেই কারণে সৌম্য সরকারের জায়গায় বাঁ হাতি পেস বোলার শরিফুল ইসলামকে খেলাচ্ছে বাংলাদেশ।

ভারত: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সামি, অর্শদীপ সিং

বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, ইয়াসির আলি, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম