নিউজ ডেস্ক: আশঙ্কা ছিলই। সব জল্পনার যবনিকা পতন এনে সেই আশঙ্কার উপর এবার পড়ল সিলমোহর। করা হবে কর্মী ছাঁটাই।জানিয়ে দেওয়া হল টুইটার সংস্থার তরফে। শুক্রবার, ৪ নভেম্বর এই ছাঁটাই প্রক্রিয়া শুরু করেছে এলন মাস্কের টুইটার। ৫০ শতাংশ কর্মীদের ছাঁটাই করবেন এলন, এমনটাই সূত্রের খবর।
শুক্রবারই টুইটার সংস্থার তরফে ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৪টে নাগাদ ইমেইল করে সমস্ত কর্মীদের কর্মী ছাঁটাই, অফিস বন্ধ থাকার বিষয়ে জানানো হবে। নতুন কোনও সিদ্ধান্তও নির্দেশিকার মাধ্যমেই জানানো হবে, এমনটাই সূত্রের খবর।
টুইটার সংস্থার তরফে ইতিমধ্যেই সমস্ত কর্মীদের কাছে একটি ইমেইল পাঠানো হয়েছে। সেই ইমেলে লেখা, “টুইটার সংস্থাকে আরও উন্নত অবস্থায় নিয়ে আসতে আমাদের বিশ্বজুড়ে কর্মী ছাঁটাইয়ের মতো কঠিন পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে। আজ সকাল ৯টার (ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৪টে) মধ্যেই সমস্ত কর্মীদের এই বিষয়ে ইমেইল পাঠানো হবে।”
আরও জানা গিয়েছে, কাদের ছাঁটাই করা হবে এবং কাদের হবে না সেই সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়া হবে ইমেলের মাধ্যমেই। মাস্ক মালিকানায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থার অর্ধেক সংখ্যক কর্মী অর্থাৎ প্রায় ৩৭০০ কর্মী বিতাড়িত করা হবেন। শুধু কর্মী ছাঁটাই নয়, গোটা কর্মপদ্ধতিও আনা হবে বদল। ‘ওয়ার্ক ফ্রম হোম অর এনিহোয়্যার’-র নীতি বদলে সমস্ত কর্মীকেই অফিসে আসতে বলা হয়েছে। তবে কিছু কর্মীদের এই নিয়ম থেকে ছাড় দেওয়া হবে। এছাড়াও কাজের সময়, পদ্ধতিতেও আমূল পরিবর্তন আনা হবে, এমনটাই সূত্রের খবর।
আরও পড়ুন: ফের শহরে ইডির হানা, এবার নজরে ঝাড়খন্ডের ব্যবসায়ী
প্রায় ৪ হাজার ৪০০ কোটি টাকা দিয়ে ইলন মাস্ক টুইটার সংস্থা কিনে নেওয়ার পরই মাইক্রোব্লগিং সাইটে একাধিক পরিবর্তন আসার জল্পনা শুরু হয়েছিল। এরমধ্যে অন্যতম ছিল, খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছেন টেসলা কর্তা। এই বিষয়ে টুইটার সংস্থার কাছে প্রশ্ন করা হলেও, এতদিন কোনও জবাব মেলেনি। কিন্তু এবার সংস্থার তরফে কর্মীদের ইমেইল করে জানানো হল, কর্মী ছাঁটাই করা শুরু হচ্ছে।
আরও পড়ুন: ইমরান খান: ‘নতুন জীবন দিলেন আল্লাহ, আরও প্রবলভাবে লড়াই চালিয়ে যাবো’
Leave a Reply