নিউজ ডেস্ক : আগামী মাসেই বিধানসভা নির্বাচন গুজরাটে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে দিনক্ষণ ঘোষণা করার ২৪ ঘণ্টার মধ্যেই মোদির গড়ে ঝড় তুলেছে আম আদমি পার্টি। কেজরিওয়াল শিবিরের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে গুজরাটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম। গুজরাটে আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়েছেন ইসুদান গদভি।
শুক্রবার মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করে, দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, গুজরাটের সাধারণ মানুষের মত নিয়েই বেছে নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। গুজরাটের ১৬ লক্ষেরও বেশি মানুষের ভোটের ভিত্তিতে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বাছাই করা হয়েছে। তাঁদের মধ্যে ৭৩ শতাংশ গদভিকেই বেছে নেওয়ার পক্ষে রায় দেন।
ইসুদান গধভি পেশায় একজন সাংবাদিক। তিনি বরাবরই গুজরাটের সমস্যা তুলে ধরেছেন। আম আদমি পার্টির প্রধান এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উপস্থিতিতে ১৪ ই জুন ২০২১-এ দলে যোগ দিয়েছিলেন তিনি। বর্তমানে তিনি আম আদমি পার্টির জাতীয় সাধারণ সম্পাদক এবং জাতীয় কর্মসমিতির সদস্য।
পাঞ্জাব বিধানসভা নির্বাচনে জয়লাভের পর আত্মবিশ্বাসে ভর করে ধীরে ধীরে দেশের একাধিক রাজ্যে সংগঠনের বীজ বপন শুরু করেছে আম আদমি পার্টি। গুজরাট ভোটে জয়লাভের প্রস্তুতিও শুরু হয়েছে ইতিমধ্যেই। সম্প্রতি আম আদমি পার্টির পক্ষ থেকে সমীক্ষা প্রকাশ করে জানানো হয়েছিল, ‘সুরাটে ১২ টির মধ্যে ৭ টি আসনই আপ পাবে।’ এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, তবে কি গুজরাটে শেষ হতে চলেছে বিজেপির একচেটিয়া রাজত্ব? নাকি কেজরিওয়ালের ডেইলি প্যাসেঞ্জারি সার হবে, ফুটবে পদ্মই? শেষ পর্যন্ত কে হাসবে শেষ হাসি, সেই দিকেই নজর সকলের।
আরও পড়ুন : এভারগ্রিন ‘সুব্রত মুখোপাধ্যায়’-এর মৃত্যুবার্ষিকী, শ্রদ্ধাঞ্জলি মমতার
Leave a Reply