পঞ্চায়েত ভোটের আগে রাজ্যকে ১০০০ কোটি দিল কেন্দ্র

নিউজ ডেস্ক: আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যকে প্রায় ১ হাজার কোটি টাকা দিয়ে মুখ রক্ষা করল কেন্দ্র! দীর্ঘদিন ধরেই রাজ্য সরকার, কেন্দ্রের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ করছিল। রাজ্যে একশো দিনের কাজের পাশাপাশি পঞ্চায়েত স্তরে বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। সেই টাকা আদায় করতে গিয়ে নাস্তানাবুদ হতে হচ্ছে রাজ্যকে। তার মধ্যেই এবার ৯৫০ কোটি টাকা পাঠাল কেন্দ্র।

নবান্ন সূত্রের খবর, স্কুল শিক্ষা দফতরের অধীনে সমগ্র শিক্ষা মিশন খাতে ৯৫০ কোটি টাকা পাঠিয়েছে কেন্দ্র। এই টাকা পাঠাতেও দিল্লি প্রায় ৫ মাস ধরে টালবাহানা করেছে বলে জানিয়েছে নবান্ন। নবান্নের দাবি, শিক্ষা মিশন প্রকল্পের সবটাই কেন্দ্রীয় বরাদ্দে চলে না। পঞ্চদশ অর্থকমিশনের সুপারিশের ভিত্তিতে প্রকল্পের ৬০ শতাংশ দেয় কেন্দ্র, ৪০ শতাংশ দেয় রাজ্য সরকার। তবে প্রশাসনিক খরচ ইত্যাদি মিলিয়ে রাজ্যের আরও বেশি টাকা খরচ হয়।

আরও পড়ুন: ভোট বড় বালাই, নিত্য পণ্যের দাম কমাতে জরুরি বৈঠক মমতার

শিক্ষা মিশন প্রকল্পের মাধ্যমে জেলায় স্কুলের বিল্ডিং তৈরি, ক্লাস ঘর তৈরি সহ একাধিক গুরুত্বপূর্ণ কাজ করা হয়। এই সমস্ত কাজের জন্য বেশ কিছু দিন ধরে বকেয়া টাকা চেয়ে দিল্লির দৃষ্টি আকর্ষণ করছিল রাজ্য। এমনকি কয়েক মাস আগেও প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী যে বৈঠক হয়, সেখানেও মুখ্যমন্ত্রী বকেয়া টাকার যে হিসাব দিয়েছিলেন তাতেও সমগ্র শিক্ষা মিশনের প্রসঙ্গ ছিল। দিল্লি এই টাকা আটকে রাখায় জেলাস্তরে নতুন শ্রেণি বা স্কুল নির্মাণের কাজ অনেকটাই থমকে গিয়েছিল।

কেন্দ্র, শিক্ষা মিশন প্রকল্পের টাকা দেওয়ায় এবার কাজে গতি আসবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।