ডেস্ক : ভারতে ফাইভ-জি (5G) স্পেকট্রামের নিলাম ইতিমধ্যেই শেষ হয়েছে। নিলামে কেন্দ্রের প্রাপ্য আনুমানিক ১৯ বিলিয়ন ডলার বা ১.৫ লাখ কোটি টাকা। এয়ারটেল ইতিমধ্যে ঘোষণা করেছে যে তারা অগাস্ট মাসের শেষের দিকে সারা দেশে ফাইভ-জি (5G) পরিষেবা চালু করতে প্রস্তুত।
ফাইভজি (5G) স্পেকট্রাম নিলামে প্রায় ৪৩,০৮৪ কোটি টাকা খরচ করেছে এয়ারটেল। sub-6GHz ফাইভজি (5G) নেটওয়ার্কে 900Mhz, 1,800MHz, 2,100Mhz ও 3,300MHz ব্যান্ডগুলো কিনেছে সংস্থাটি। এছাড়াও (mmWave)-এ 26GHz ব্যান্ড কিনেছে এয়ারটেল। স্পিড ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে এই (mmWave) -এর গুরুত্ব সর্বাধিক। 19.8 GHz স্পেকট্রাম ব্যবহারের মালিকানা ২০ বছরের জন্য কিনেছে এয়ারটেল।
১৩টি শহরে প্রথম শুরু হবে এই পরিষেবা। এই পরিষেবা কবে শুরু হবে তা এখনও জানায়নি এয়ারটেল। দীর্ঘদিন ভারতে ফাইভ-জি (5G) ফোন বিক্রি হলেও এখনও নেটওয়ার্ক শুরু করা সম্ভব হয়নি। তবে, শীঘ্রই এদেশের মানুষ নতুন প্রজন্মের নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পাবেন, এই বিষয়ে নিশ্চিত বিনিয়োগকারী সংস্থারা।
তবে শুধু এয়ারটেল নয়, ফাইভজি (5G) স্পেকট্রাম নিলামে অংশ নিয়েছিল রিলায়্যান্স জিও (Reliance Jio) এবং ভোডাফোন আইডিয়া অর্থাৎ ভি-আই (Vodafone Idea)। এই নিলামে ৮৮,০৭৮ কোটি টাকা খরচ করেছে জিও। অন্যদিকে ভোডাফোন খরচ করেছে ১৮,৭৯৯ কোটি টাকা।
জিও ইতিমধ্যেই এই ফাইভজি (5G) স্পেকট্রাম পরীক্ষা করার জন্য মুম্বাইয়ের নাভীতে একটি জায়গাও ঠিক করে ফেলেছে।
গুগল (Google)-এর সাথে জিও-এর অংশীদারিত্ব ফাইভজি (5G) নেটওয়ার্কের ক্ষেত্রেও প্রসারিত করা হয়েছে। আদানি গ্রুপও ফাইভজি (5G) নেটওয়ার্ক স্পেকট্রামের একটি ছোট অংশ কিনেছে। তারা তাদের নিজস্ব পরবর্তী প্রজন্মের নেটওয়ার্ক চালু করার জন্য কাজ করছে।
ভারত সরকার এই ফাইভ-জি (5G) পরিষেবা চালু করার জন্য যথেষ্ট ব্যস্ত। ভারতী এয়ারটেলের সিইও গোপাল ভিট্টল বলেছেন, যে এয়ারটেল আগস্ট ২০২২ সালে ভারতে ফাইভজি (5G) নেটওয়ার্ক পরিষেবা চালু করবে। আমরা ইতিমধ্যেই ২০২২ সালের আগস্টে আছি, এবং এয়ারটেলের ফাইভজি (5G) চালু করার সম্ভাব্য তারিখ ১৫ আগস্ট, স্বাধীনতাদিবসের দিন।
Leave a Reply