Meta layoffs: টুইটার-বাইজুসের পর ফেসবুক মেটা! কর্মী ছাঁটায়ের উৎসবে নয়া এন্ট্রি মার্ক জুকারবার্গের

নিউজ ডেস্ক: টুইটার, বাইজুস এর পর এবার ফেসবুক মেটা! চলতি সপ্তাহে বড় সংখ্যায় কর্মী ছাঁটাই করতে চলেছেন ফেসবুক-ইনস্টাগ্রামের মালিক মার্ক জুকারবার্গ। এমনটাই দাবি সংবাদমাধ্যম সূত্রের। চলতি বছরের অক্টোবর মাসে মেটা ( ফেসবুক-ইনস্টাগ্রাম) সংস্থার স্টক মার্কেট ভ্যালু অনেকটাই কমে গিয়েছিল। এবার সেই সূত্রেই ধনকুবের এলন মাস্কের পথে হাঁটতে চলেছে জুকার।

সংবাদমাধ্যম সূত্রের খবর, চলতি সপ্তাহে বুধবারের মধ্যেই মেটা থেকে ছাঁটাইয়ের ঘোষণা করা হবে। ১৮ বছরের ইতিহাসে এই প্রথমবার ফেসবুকের স্টক মার্কেট ভ্যালু কমেছে ৭০ শতাংশ। চলতি বছরে জুকারবার্গের `মেটাভার্স’ ঘোষণার পরেই বিপুল পরিমানে ক্ষতির সম্মুখীন হয়েছে সংস্থা। এমনকি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলিতে নতুন কর্মী নিয়োগও স্থগিত রাখতে হয়েছে। অনেক ক্ষেত্রে খরচেও লাগাম টেনেছেন মালিক। এবার একপ্রকার নিরুপায় হয়েই এই ধরণের কঠিন সিদ্ধান্তের দিকে ঝুঁকেছেন জুকার। এমনটাই মনে করা হচ্ছে।

এদিকে, ইতিমধ্যেই মাস্ক মালিকানায়’ অত্যন্ত নিষ্ঠুর সিদ্ধান্তের নিরিখে প্রায় অর্ধেক কর্মী ছাঁটাই করেছে টুইটার মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম। অন্যদিকে, তার বেশ কিছু সপ্তাহ আগেই জনপ্রিয় টেক-এডুকেশন’ সংস্থা বাইজুস প্রায় ৫ শতাংশ কর্মী অর্থাৎ ২৫০০ জন কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেয়। তবে, এই ক্ষেত্রে প্রশ্ন উঠছে টুইটার এবং বাইজুসের পর মেটা (ফেসবুক-ইনস্টাগ্রাম) ঠিক কতজন কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নেবে? চলতি বছরের সেপ্টেম্বরের শেষের রিপোর্ট অনুযায়ী, মেটায় প্রায় ৮৭,০০০ জন কর্মী রয়েছে। সংবাদ সূত্রে দাবি, এখনও পর্যন্ত বিশ্বের কোনও কর্পোরেট সংস্থা এত পরিমান কর্মী ছাঁটাই করেনি, যতটা মার্ক জুকারবার্গ করতে চলেছেন।

About Unlive

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *