নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের সিট নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের দায়ভার সিবিআইয়ের কাঁধে দিয়েছিলেন তিনি নিজেই। তবে, `এইবার সিবিআই সিটের কয়েকজন সদস্য ঠিকমতো কাজ করছেন না। প্রয়োজনে তাঁদের পরিবর্তন করা যেতে পারে’, মন্তব্য করে কেন্দ্রীয় এজেন্সিকে কড়া হুঁশিয়ারি দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রয়োজনে ওই সদস্যদের পরিবর্তন করতে হবে, এমনটাও জানান তিনি।
সোমবার (৭ নভেম্বর) নিয়োগ দুর্নীতি মামলায় শুনানি। বিচারপতিকে অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দেবে সিবিআই। তবে, সেই রিপোর্ট জমা পড়ার আগেই ভরা এজলাসে সিবিআইয়ের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তবে এই প্রথমবার নয়। এর আগের দিনও তিনি বলেন,“আসল অপরাধী কে তা সবাই জানেন, কিন্তু আমি বেঁচে থাকতে তিনি গ্রেফতার হবেন কিনা, সন্দেহ রয়েছে।” বিচারপতির এমন মন্তব্যে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
আরও পড়ুন: ডিজি-র বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ খারিজ করল হাইকোর্ট
চলতি বছরের ১৭ই জুন নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের জন্য ছয় সদস্যের সিট গঠন করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ছয় সদস্যের সিটে রয়েছেন ডিএসপি কেসি ঋষিনামূল, এসপি ধরমবীর সিং, ডিএসপি সত্যেন্দ্র সিং, দুই ইন্সপেক্টর মলয় দাস ও ইমরান আশিক। নির্দেশ দেওয়ার পর বিচারপতি জানিয়েছিলেন,“‘হাইকোর্টের নজরদারিতে তদন্ত করবে সিবিআইয়ের সিট। তবে সিটের সদস্যদের বদলির সিদ্ধান্ত শুধুমাত্র নিতে পারবে হাইকোর্ট।” এখন সিটের সদস্যদের মধ্যে কোনো ধরণের বদল আসে কিনা, সেটাই দেখার।
Leave a Reply