T20 World Cup 2022: সেমি ফাইনালে ভারত-ইংল্যান্ড, পাকিস্তান-নিউজিল্যান্ড! বাটলার না শর্মা, সেমি তে শেষ হাসি হাসবে কে?

স্পোর্টস ডেস্ক: ২০২২ টি ২০ বিশ্বকাপ। বিশ্বজুড়ে এই উৎসবের জোয়ার। সেই উৎসবের উত্তেজনায় ফুটছে আপামোর ভারতবাসী। লক্ষ্য সেমি। উদ্দেশ্য জয়। অস্ট্রেলিয়ার মাটিতে আবারও ১৫ বছরের খরা কাটানোর সুযোগ বিরাট-রোহিত-রাহুলদের সামনে। সুপার ১২–র শেষে অনেক ওঠানামার পর গ্ৰুপ ১ থেকে নিউজিল্যান্ড-ইংল্যান্ড এবং গ্ৰুপ ২ থেকে ভারত-পাকিস্তান, সেমিফাইনালের টিকিট ভরেছে নিজেদের পকটে। আগামী ৯ ডিসেম্বর বুধবার টি ২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে সিডনিতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-পাকিস্তান। অন্যদিকে, আগামী ১০ নভম্বর বৃহস্পতিবার টি ২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অ্যাডিলেড ওভালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড।

এইবারের বিশ্বকাপ শুধু এনে দিয়েছে চমক। দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার মতো শীর্ষস্থানীয় কয়েকটা দলকে অনায়াসে বিদায় নিতে দেখা গিয়েছে এবার। চমক এনেছে আয়ারল্যান্ড, জিম্বাবোয়ে, নেদারল্যান্ডসের মত দ্বিতীয় সারির দল। একদিকে যেমন পাকিস্তানকে হারিয়ে দম বন্ধ করে দিয়েছিল জিম্বাবোয়ে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালের রাস্তায় কাঁটা হয়ে দাঁড়ায় নেদারল্যান্ডস। নিজের দেশেই চোখের জলে বিদায় নিতে হয়েছে অস্ট্রেলিয়াকে। আবার ইংল্যান্ডেকে হারিয়ে চমক দেখায় আয়ারল্যান্ড।

এদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের প্রথম একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়। দ্রাবিড় স্বীকার করেছেন যে, প্রথম একাদশ নিয়ে তিনি বিবেচনা করবেন। সুপার ১২–এর ২ নম্বর গ্রুপের শেষ ম্যাচে জিম্বাবোয়েকে ৭১ রানে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয় ভারত। অন্যদিকে, শ্রীলঙ্কাকে হারিয়ে শেষ চারে টিকিট জোগাড় করে ইংল্যান্ড। তবে, বিশেষজ্ঞদের মতে কিছুটা এগিয়ে রয়েছে মেন্ ইন ব্লু।

পাঁচ ম্যাচের মধ্যে তারা চারটিতেই জিতেছে ভারত। পাশাপাশি, অ্যাডিলেড ওভালের উইকেটে সাধারণত স্পিনারা সাহায্য পেয়ে থাকে। এই ক্ষেত্রে অক্ষর প্যাটেলের জায়গায় অভিজ্ঞ লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল প্রথম একাদশে আসার সম্ভাবনাও প্রবল। যদিও দীনেশ কার্তিক প্রথম একাদশে ফেরানো হবে কি না, সেই নিয়ে সংশয় অনেকটাই বাড়ছে। জিম্বাবোয়ের বিরুদ্ধে দীনেশ কার্তিকের জায়গায় ঋষভ পন্থকে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু সুযোগ কাজে লাগাকে পারেননি ঋষভ পন্থ। মাত্র ৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন এই উইকেটকিপার ব্যাটার। দ্রাবিড় বলেন, তিনি অ্যাডিলেডের উইকেট দেখেই প্রথম একাদশের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

২৩ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচে বিরাটের চওড়া ব্যাটে পাকিস্তানকে ধরাশায়ী করেছিল ভারত। ৪ ইউকেটে ম্যাচ জিতে শুরু করেছিল বিশ্বকাপ সফর। ২৭ অক্টোবর দ্বিতীয় ম্যাচে তুলনামূলক ভাবে দুর্বল প্রতিপক্ষকে ভারত হারায় ৫৬ রানে। তৃতীয় ম্যাচে প্রোটিয়াদের সামনে হোঁচট খেতে হয় রোহিত-বিরাট-রাহুলদের। তীব্র সমালোচনার শিকার হন কে এল রাহুল-দীনেশ কার্তিকরা। তবে, চতুর্থ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া। দুরন্ত পারফর্মেন্স দেখান কে এল রাহুল। শেষ ম্যাচে জিম্বাবোয়েকে হারিয়ে, গ্ৰুপ তালিকায় শীর্ষ স্থান দখল করে ভারত।

আরও পড়ুন: কাপ জিতলে রোহিত – কোহলিরা কয়েক কোটি টাকা নিয়ে ফিরবে, জেনে নিন – কত?

২০০৭ সালের পর বিশ্বকাপ জেতার আশায় বুক বাঁধছে ভারতীর সমর্থকেরা। আর ফাইনালে সেটা যদি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে হয়, ভারতবাসীর কাছে সেই আনন্দ দ্বিগুন হবে, তা নিয়ে কোনও সন্দেহই নেই। ২০০৭ সালের পুনরাবৃত্তি, ভারত বনাম পাকিস্তানের বিশ্বকাপ ফাইনাল দেখতেই চাইছে অধিকাংশ ক্রিকেটপ্রেমী।

আরও পড়ুন: আবার ফিরবে ২০০৭ সালের ফাইনাল? জেনে নিন